জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরজি কর নিয়ে বেশ খানিকটা বেকায়দায় রাজ্য সরকার। জুনিয়র ডাক্তাররা আজ স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখিয়েছেন। সুপ্রিম কোর্টের ডেডলাইন উপেক্ষা করে কাজে যোগ দিতে নারাজ তারা। এরকম এক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী আজ মন্ত্রিসভার বৈঠকে সাফ জানিয়েছেন আরজি কর নিয়ে অন্য কেউ কথা বলবে না। যা বলার আমরা বলব। অন্য কারও এনিয়ে কিছু বলার প্রয়োজন নেই। কেউ এনিয়ে সোশ্য়াল মিডিয়ায় কিছু বলতেও পারবেন না।
আরও পড়ুন-পড়ুয়াকে হুমকি দিয়েছেন, আটকেছেন নিজের বদলি, চিকিৎসক বিরূপাক্ষর আর এক কীর্তি ফাঁস
আরজি করের ঘটনার পর দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা কেউ এনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেউ বেফাঁস মন্তব্য করেছেন। এনিয়ে বেকায়দায় পড়ে যায় দল। এনিয়ে জলঘোলা করতে শুরু করে বিরোধীরা। এনিয়ে সতর্ক রাজ্য সরকার।
একসময় আরজি কর নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এনিয়ে ফোঁস করতে কোনও বাধা নেই। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরই দেখা যায় কলকাতা ও জেলার নেতারা এনিয়ে আলটপকা মন্তব্য করে বসেন। এনিয়ে জটিলতা তৈরি হয়। তাই সম্ভবত বিষয়টিকে আর বাড়াতে দিতে রাজী নয় মমতা।
সবিস্তারে আসছে…..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)