ফুলকি সিরিয়াল এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় সিরিয়াল। সিরিয়ালের ফুলকি ও রোহিতকে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছিলাম। বর্তমানে একটি খাবারের দোকান দেখানো হচ্ছে সিরিয়ালে যা আদতে সিরিয়ালে আসল দেখতে লাগলেও, সেখানকার খাবার থেকে শুরু করে আর একাধিক জিনিস নকল। এই নিয়ে খোলামেলা আড্ডায় মাতলেন সিরিয়ালের নায়ক-নায়িকা। তাঁরা জানান, আউটডোর সেট দারুণ ভাবে সাজানো হয়। এছাড়া আর একাধিক সিক্রেট ফাঁস করলেন দুজনে। শুটিং করার সময় কতটা মজা করেন, সেই নিয়েও অকপট দুই অভিনেতা। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।