Cyber Crime: সিবিআই অফিসারের পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকার প্রতারণা, পুলিশের দ্বারস্থ গায়িকা সুনিধি – singer sunidhi nayek filed cyber fraud case at shantiniketan police station


সাইবার প্রতারণার শিকার সংগীত শিল্পী সুনিধি নায়েক। সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে ফোন করা হয় শিল্পীকে। হুমকি দিয়ে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এমনকী, মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ সুনিধির। প্রতারিত শিল্পী শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন। তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।বিশ্বভারতীর সংগীত ভবনের প্রাক্তন ছাত্রী সুনিধি নায়েক। সংগীত ভবনে রবীন্দ্র সংগীত নিয়ে পড়াশোনার পর দেশ-বিদেশে সংগীত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। সুনিধি আসানসোলের বাসিন্দা হলেও কর্মসূত্রে শান্তিনিকেতনে একটি বাড়ি ভাড়া নিয়ে রেখেছেন। সেখানেই মাঝেমধ্যে এসে থাকেন সুনিধি।

সুনিধি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। তাঁর দাবি, অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে বলা হয় আপনার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। সুনিধি বলেন, ‘আমাকে ভিডিয়ো কলের মাধ্যমে হোম আরেস্টও করা হয়। বলা হয় ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আমার ওপর নজরদারি চালাচ্ছে বেশি চালাকি করলেই বিপদ। আপনি ও আপনার বাবাকে প্রয়োজনে মেরে ফেলতেও আমরা পিছপা হব না। আপনার আসানসোলের বাড়ির ওপরেও আমাদের নজরদারি রয়েছে।’

এই সমস্ত কথা শুনেই কার্যত আতঙ্কিত হয়ে পড়েন সুনিধি। তারপরেই প্রাণভয়ে দুষ্কৃতীদের নির্দেশ মতো তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা পাঠিয়ে দেন। এরপরেই দুষ্কৃতীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপরেই শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন সুনিধি। তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানা। ঘটনায় কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শান্তিনিকেতন এলাকায়। যদিও ঘটনা প্রসঙ্গ পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায় কোনও মন্তব্য করতে চাননি।

আরজি কর ইস্যুতে সাইবার অপরাধের শিকার হতে পারেন আপনি, সতর্কবাণী বিশেষজ্ঞের
প্রসঙ্গত, এর আগেও সিবিআই, পুলিশ, সেনা অফিসারের পরিচয় দিয়ে নানারকম প্রতারণার ঘটনা ঘটেছে রাজ্যে। এই ধরনের প্রতারণার ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছে পুলিশের তরফেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *