Junior Doctors Protest,ডাক্তারদের ধর্না স্থল থেকে খোলা হচ্ছে প্যান্ডেল, ত্রিপল, কী জানাল পুলিশ? – junior doctors dharna pandal opening by decorators creates controversy


আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের অনতিদূরে ধর্না অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ধর্না স্থল থেকে ফ্যান, প্যান্ডেলের বাঁশ, ত্রিপল খুলে নিয়ে গেলেন ডেকরেটরের কর্মীরা। এ নিয়ে শুরু বিতর্ক। যদিও, পুলিশের দাবি, আন্দোলনকারীদের তরফে তাঁদের কাছে কোনও অভিযোগ আসেনি।বুধবার রাতে অবস্থান মঞ্চ থেকে প্যান্ডেলের বাঁশ, পেডেস্টাল ফ্যান খুলে নিয়ে যেতে দেখা যায় ডেকরেটরের লোকেদের। ওই সময় নবান্নের সভাঘরে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। আজ সকালেও দেখা যায়, সেখানকার বাঁশ, ত্রিপল খুলে নিয়ে যাচ্ছেন ডেকরেটরের লোকজন।

এক আন্দোলনকারী ডাক্তার বলেন, ‘এগুলি তো সবই জনগণের দেওয়া। এখন কেউ যদি মনে করেন তিনি আর এ বাবদ অর্থ দেবেন না, তা হলে ধর্না স্থল থেকে নিশ্চয়ই ফ্যান, ত্রিপল খুলে নিয়ে যাওয়া হবে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু পুলিশ এখনও সম্পূর্ণ সহযোগিতা করছে।’

RG Kar Protest: অঝোর বৃষ্টিতেও সমর্থনে হাজির বিপুল মানুষ, ধর্নামঞ্চে পৌঁছেছে বাগানের ফল থেকে রকমারি চা

অন্যদিকে, এক পুলিশ আধিকারিক বলেন, ‘আমাদের তরফে সুস্পষ্ট ভাবে জানানো হয়েছে, আমরা কোনও জিনিস তুলে নিয়ে যাওয়ার জন্য কাউকে কোনও চাপ দিইনি। আমরা জুনিয়র ডাক্তারদেরও এখান থেকে সরে যাওয়ার জন্যও কোনও চাপ দিইনি। জুনিয়র ডাক্তারদের কোনও সাহায্য প্রয়োজন হলে আমরা সাহায্যের হাত বাড়াব।’ জুনিয়র ডাক্তারদের সঙ্গে বিষয়টি নিয়ে পুলিশ আলোচনা করেছে বলেও জানানো হয়। জুনিয়র ডাক্তারদের তরফে পুলিশের কাছে কোনও অভিযোগ করা হয়নি।

‘সাহায্য করতেই এসেছিলাম’, CBI জেরার পর কী জানালেন মীনাক্ষী?
গত ১০ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ভবনের কাছে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। গত সোমবার তাঁদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তাঁরা। এরপর গতকাল রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে নবান্নে তাঁদের আরও বেশ কিছু দাবিদাওয়া নিয়ে বৈঠক হয়। যদিও, সেই বৈঠকের কার্যবিবরণী তাঁরা হাতে পাননি বলে অভিযোগ করেন। বৃহস্পতিবারও তাঁরা ধর্না চালিয়ে যাচ্ছেন। সরকারের তরফে তাঁদের শেষ দাবিগুলোর একটি খসড়া পাঠাতে বলা হয়েছিল। সেই খসড়া এ দিন সকালে পাঠানো হয়েছে বলেও ডাক্তাররা জানিয়েছেন। সরকারের তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় রয়েছেন তাঁরা। এরপর কর্মবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আন্দোলনরত ডাক্তাররা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *