বন্যা পরিস্থিতি আরও সঙ্গীন, জল বাড়ছে হুহু করে! বন্ধ করা হল ফেরি…| ferry service stopped due to rise in water level in katwa


সন্দীপ চৌধুরি: জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্ধ কাটোয়ার তিনটি ফেরিঘাট, বন্ধ ফেরি চলাচল, অসুবিধার সম্মুখীন যাত্রীরা। গত শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছিল বৃষ্টি। সোমবার বন্ধ হয় বৃষ্টি। একটানা কয়েক দিন ধরে প্রবল বর্ষনের পর ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে জলস্তর বৃদ্ধি পায়। তাই বিপদ এড়াতে প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার রাত থেকে কাটোয়া মহুকুমার সমস্ত ফেরিঘাট থেকে বন্ধ করা হল ফেরি চলাচল। 

কাটোয়া শহর পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী। কাটোয়ায় অজয় নদ মিলিত হয়েছে ভাগীরথীর সঙ্গে। এই কাটোয়ার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূমের একাংশ ও নদীয়ার সঙ্গে যোগাযোগকারী কাটোয়া-শাখাই, ও ছেড়াখাল ঘাট এই তিনটি ফেরিঘাট রয়েছে। কাটোয়ার সঙ্গে নদিয়া জেলার যোগাযোগকারী এক মাত্র ফেরিঘাট কাটোয়া- বল্লভপাড়া, অন্য দিকে কাটোয়ার সঙ্গে কেতুগ্রাম ২ নম্বর ব্লকের একাংশ ও মুর্শিদাবাদ ও বীরভূম জেলার একাংশের যোগাযোগকারী ঘাট কাটোয়া- শাখাই ফেরিঘাট এই ঘাট গুলি দিয়ে প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ নিজেদের প্রয়োজনে যাতায়াত করে। 

আরও পড়ুন:Dakshin Dinajpur: মাছের সঙ্গে একই পুকুরে পদ্মচাষ করে সাড়া ফেলে দিলেন বালুরঘাটের সুরজিৎ…

কেউ আসেন চিকিৎসার প্রয়োজনে, কেউ রুজিরোজগারের তাগিদে। গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ব্যাপক বৃষ্টি সেই সঙ্গে ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে কাটোয়ায় অজয়,ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে জলের স্রোত। এই পরিস্থিতিতে বড়সড় বিপদ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত ১১ টা থেকে বন্ধ করা হল কাটোয়ার কাটোয়া-শাখাই, কাটোয়া-বল্লভ পাড়া, ছেড়া খাল ফেরি ঘাট-সহ দাইঁহাট, অগ্রদ্বীপ ফেরিঘাটের ফেরি চলাচল। 

ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ হওয়ায় হয়রানির শিকার নিত্যযাত্রীরা। অনেকেই গতকাল রাত থেকে ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছেন। কেউ রোগী নিয়ে নৌকা পার হতে না পেরে বিপাকে পড়েছেন। ঘাট কর্তৃপক্ষ জানান জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রশাসনের নির্দেশে নোটিশ দিয়ে সমস্ত ফেরিঘাট বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে ফেরি চলাচল।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *