তপন দেব: রেহাই নেই মানসিক ভারসাম্যহীন যুবতীরও! প্রতিবেশীর যুবকের ‘ধর্ষণে’ এখন সে অন্তঃস্বত্ত্বা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। চাঞ্চল্য় আলিপুরদুয়ারে।
পুলিস সূত্রে খবর, নির্যাতিতার বাড়ি আলিপুরদুয়ার ১ নং ব্লকের বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারের লোকেদের দাবি, বৃহস্পতিবার হঠাত্-ই অসুস্থ হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন ওই যুবতী। পেটে ব্যাথা হচ্ছিল তাঁর। ওই যুবতীকে ভর্তি করা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। এরপর গতকাল, রবিবার হাসপাতালের তরফে জানানো হয়, তিনি অন্তঃস্বত্ত্বা। কীভাবে? ঘটনাটি জানাজানি হতে রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়।
এদিকে মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন পরিবারের লোকেরা। ওই যুবতী জানান, প্রতিবেশী এক যুবকই তাঁকে ধর্ষণ করেছেন। রাতেই অভিযোগ দায়ের করা হয় আলিপুরদুয়ার থানায়। অভিযোগ পাওয়ার পরই তত্পর হয় পুলিস। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শারীরিক অবস্থায় অবনতি হওয়ার নির্যাতিতাতে স্থানান্তরিত করা হয়েছে কোচবিহার এম,জে,এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই….’ বন্যা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)