Derek O Brien,সংসদের স্ট্যান্ডিং কমিটিতে মহিলা চেয়ারপার্সন কই! ডেরেক-প্রশ্নে পদ্ম – where is the female chairperson in standing committee derek o brien question bjp


মণিপুস্পক সেনগুপ্ত
এই সময়:
সম্প্রতি কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের অধীনস্থ ২৪টি সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে মাত্র দু’টি কমিটির চেয়ারপার্সন মহিলা। বাণিজ্য মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারপার্সন পদে বসেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। অন্যটি খাদ্য ও গণবণ্টন সংক্রান্ত। যার চেয়ারপার্সন হয়েছেন ডিএমকের কানিমোড়ি করুণানিধি।বিজেপির তার দলের কোনও মহিলা সাংসদকে কোনও কমিটির চেয়ারম্যান পদ দেয়নি। অথচ বিজেপির হাতে রয়েছে ১১টি সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। শনিবার এ নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

আগাগোড়াই তৃণমূল অভিযোগ করে আসছে যে, বিজেপি মুখে মুখে বড় বড় কথা বললেও নারীশক্তির বিকাশের জন্য কোনও সদর্থক ভূমিকা কখনও নেয়নি। নিজেদের হাতে থাকা সংসদের স্ট্যান্ডিং কমিটিগুলির একটিতেও মহিলা চেয়ারপার্সন না করায় বিজেপির বিরুদ্ধে এই ইস্যুতে আরও সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এ দিন নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। ২৪টি সংসদীয় কমিটির চেয়ারপার্সনদের নাম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে মাত্র দু’টিতে মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস ও ডিএমকে প্রতিশ্রুতি পালন করেছে। বাকিরা? তারা শুধু কথাই বলে!’

লোকসভায় তৃণমূলের এক প্রবীণ সাংসদের কথায়, ‘বিজেপি মুখে মহিলা সংরক্ষণের কথা বলে। আর কাজে করে দেখাই আমরা। ১১টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন নির্বাচন করেছে বিজেপি। কিন্তু দলের একজন মহিলা সাংসদকে সেই চেয়ারে বসানো হয়নি। এর থেকেই বোঝা যায়, দেশের শাসক দল মহিলাদের কী চোখে দেখে। এরাই আবার কলকাতায় বিচার চেয়ে মিছিল করে!’

বিদেশ মন্ত্রকের কমিটির সদস্য অভিষেক, দুবের টিমে মহুয়া!

কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ বিড়ম্বনা বাড়িয়েছে বঙ্গ-বিজেপি নেতৃত্বের। এ রাজ্যের এক বিজেপি সাংসদের কথায়, ‘আমাদের পার্টিতে এমন অনেক মহিলা সাংসদ আছেন, যাঁদের যোগ্যতা প্রশ্নাতীত। ফলে দলের দু’-তিনজন মহিলা সাংসদকে স্ট্যন্ডিং কমিটির চেয়ারপার্সন করাই যেত। কেন করা হলো না, বুঝতে পারছি না।’

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পাল্টা তৃণমূলকে বিঁধে বলেন, ‘তৃণমূল যদি এতই নারীশক্তির পক্ষে হয়, তা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলের উত্তরসূরী কোনও মহিলাকেই করা হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *