কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় দু’এক পশলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার। তবে পুজোর আগে কেনাকাটার ক্ষেত্রে বাধা হবে না বৃষ্টিপাত। কারণ এ দিন ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে অবশ্য কলকাতায় বৃষ্টিপাত বাড়তে পারে। রবিবার শহর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। ফলে চড়া রোদের কারণে অস্বস্তি আরও বাড়বে।
এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৫ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। আকাশ থাকবে আংশিক মেঘলা। মাঝে চড়া রোদ এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়তে পারে। ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি বাড়তে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বাড়তে পারে বৃষ্টিপাত।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের সম্ভাবনা।