এই সময়: প্রথমে মহালয়া এবং তার পরে দুর্গাপুজোর দিনগুলো জুড়েই বাংলার সর্বত্র হালকা, মাঝারি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস শুনিয়ে রেখেছিল হাওয়া অফিস। বুধবার ভোর রাতে অর্থাৎ মহালয়ার আবহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বেশ কিছুক্ষণ ঝেঁপে বৃষ্টি পেল। পুজোর আবহে হাওয়া অফিসের পূর্বাভাস হয়তো মিলবে না – মনকে এমন স্তোকবাক্যে ভুলিয়ে রেখেছিলেন যাঁরা, দেবীপক্ষের সূচনার দিনেই তাঁদের মনে আশঙ্কার মেঘ জমল। পুজোর মুখে বাংলায় ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা শোনালেন আবহবিদরা।বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানাচ্ছে, আজ, বৃহস্পতিবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আগামিকাল, শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পাশাপাশি কলকাতা-সহ বাকি জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও শুনিয়ে রেখেছেন আবহবিদরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ওই ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার লক্ষণ দেখাতে শুরু করেছে।

পুজোর সময়ে বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া কেমন থাকবে, সেই প্রসঙ্গে হাওয়া অফিস আগেই জানিয়েছিল এ বছর বাংলা বৃষ্টির মধ্যেই পুজো কাটাবে। কিন্তু তার নেপথ্যে যে নতুন করে গজিয়ে ওঠা নিম্নচাপই মূল ‘কালপ্রিট’, সে কথা জানা গেল মহালয়ায়। ওই নিম্নচাপের জন্যই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় নতুন করে বৃষ্টির দাপট শুরু হবে।

ব্ল্যাকস্পট ভিআইপি রোড ও বিশ্ব বাংলা সরণি, অ্যাক্সিডেন্ট নিয়ে চিন্তায় সরকার

এর মধ্যে শুক্রবার দুই ২৪ পরগনাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনি ও রবিতে কলকাতাতেও ভারী বৃষ্টির আশঙ্কা খুব বেশি। অর্থাৎ পুজোর আগে শেষ দু’টি ছুটির দিনেও বাগড়া দেবে বৃষ্টি, এমন আশঙ্কা পুরোমাত্রায়। আগামিকাল শুক্রবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সুতরাং মহালয়ার দিন থেকেই আকাশের যে মেঘাচ্ছন্ন রূপ চিন্তায় রেখেছে বাংলাকে, সামনের কয়েকদিন সেই অবস্থা বদলের কোনও আশাই দিতে পারছেন না আবহবিদরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version