Junior Doctors Strike,চিকিৎসকদের কর্মবিরতির বিরুদ্ধে মামলায় জরুরি শুনানি নয়, জানাল হাইকোর্ট – calcutta high court rejects request for speedy hearing junior doctors strike case


জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার এ নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী। তা খারিজ করে দেওয়া হয়। পুজোর ছুটির পর অবকাশকালীন (ভ্যাকেশন) বেঞ্চে যাওয়ার পরামর্শ দেয় ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবারই কর্মবিরতির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। এ দিন মামলাকারীর আইনজীবীর তরফে দ্রুত শুনানির আবেদন জানানো হয়।এক স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর এই মামলা দায়ের করেছেন। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এই কর্মবিরতি চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এতে আদালত অবমাননা হচ্ছে। পাশাপাশি গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এর ব্যাপক প্রভাব পড়েছে। বিনা চিকিৎসায় অনেকের মৃত্যুও হয়েছে।

ভোর সাড়ে ৫টা পর্যন্ত বৈঠক জুনিয়র ডাক্তারদের, কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত ঘোষণা আজই?

কর্মবিরতি নিয়ে ঘরেবাইরে চাপের মুখে পড়েছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের নিজেদের মধ্যে দ্বিমত ছিলই। নতুন করে সিনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ চাইছেন, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরুন। কর্মবিরতি ছাড়া আন্দোলনের অন্য কোনও পন্থা বেছে নেওয়া হোক। এ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত আলোচনা চলেছে রাজ্যের সব ক’টি মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকের সঙ্গে।

সূত্রের খবর, প্রবল মতোবিরোধের পর প্রাথমিকভাবে ঠিক হয়েছে, এসএসকেএম অথবা কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল অথবা গান্ধী মূর্তি পর্যন্ত একটা ছোট মিছিল যাবে। পরে সেখানে কয়েকজন অনশনে বসার সিদ্ধান্ত নিতে পারেন। আর বাকিরা এ দিন বিকেলেই কাজে যোগ দিয়ে দেবে । তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কিছু হয়। সব পক্ষের নজর রয়েছে সে দিকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *