Kolkata Metro,মেট্রো স্টেশনের অদূরে বিখ্যাত পুজো, কোন গেট দিয়ে বেরোলে সোজা মণ্ডপে? রইল তালিকা – kolkata metro station nearest durga puja 2024 pandals details list


মহালয়া থেকেই প্রতিমা দর্শনের ভিড় বিভিন্ন পুজো মণ্ডপে। পঞ্চমীর পর থেকে সেই ভিড় কয়েকগুণ বেড়ে যাবে সেটা বলার অপেক্ষা রাখে না। কলকাতা শহরে পুজোয় ঠাকুর দেখার সময় কলকাতা মেট্রোর উপর অনেকটাই নির্ভরশীল যাত্রীরা। তবে, কোন মেট্রো স্টেশনের কাছে কোন প্রসিদ্ধ পুজো, মেট্রোর কোন গেট দিয়ে বের হলে কাছেই পড়বে মণ্ডপ, জেনে নেওয়া যাক বিস্তারিত।কোন মেট্রো স্টেশনের কাছে কোন পুজো?

দমদম মেট্রো স্টেশনের কাছে সিঁথি সর্বজনীন এবং ১৪-র পল্লির পুজো, বেলগাছিয়া থেকে যুবকবৃন্দ, দমদম পার্ক, শ্রীভূমি, টালা পার্ক, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, শ্যামবাজার থেকে শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতা বাগান, আহিরীটোলা, কুমোরটুলি পার্ক, গিরীশ পার্ক থেকে বিবেকানন্দ স্পোর্টিং, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি, বিডন স্কোয়্যার, মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব, সেন্ট্রাল থেকে সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালিটোলা, চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, রবীন্দ্র সদন থেকে ২২ পল্লী, নর্দান পার্ক এবং চক্রবেড়িয়া নর্থ সর্বজনীন, নেতাজি ভবন স্টেশন থেকে ৭৫ পল্লী, হরিশ পার্ক, অগ্রদূত উদয়ন সংঘ, ৬৮ পল্লি, যতীন দাস পার্ক থেকে হাজরা পার্ক, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির ও সঙ্ঘশ্রী, কালীঘাট থেকে বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লি, চেতলা অগ্রণী, ৬৪ পল্লি, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্তান পার্ক, একডালিয়া এভারগ্রিন, রবীন্দ্র সরোবর থেকে মুদিয়ালি, শিবমন্দির । সুরুচি সঙ্ঘও যেতে পারেন, বাসে লাগবে ১০ মিনিট মতো, মহানায়ক উত্তর কুমার মেট্রো থেকে অটোতে করে যেতে পারেন ৪১ পল্লী, অজেয় সংহতি, বিবেকানন্দ স্পোর্টিংয়ে। মাস্টারদা সূর্য্য সেন থেকে নাকতলা উদয়ন সংঘ, বেহালা বাজার মেট্রো থেকে বেহালা নতুন সংঘ, বেহালা নতুন দল, ফ্রেন্ডস ক্লাব, বেহালা চৌরাস্তা মেট্রো থেকে বড়িশা ক্লাব, বড়িশা সর্বজনীন, প্লেয়ার্স কর্ণার-এর পুজো দেখা যাবে।

কোন মেট্রোর কোন গেট দিয়ে বেরিয়ে মণ্ডপ?

বেলগাছিয়া মেট্রো-র গেট নম্বর ১ থেকে শ্রীভূমি ও বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব, গেট নম্বর ২ থেকে টালা প্রত্যয়, টালা বারোয়ারি।

শ্যামবাজার মেট্রো স্টেশনের গেট নম্বর ১ থেকে কবিরাজ বাগান সর্বজনীন, নর্থ শ্রীধারা, নলিন সরকার স্ট্রিট, গেট নম্বর ২ থেকে হাতিবাগান নবীন পল্লী, গেট নম্বর ৩ থেকে হাতিবাগান সর্বজনীন, শিকদার বাগান, গেট নম্বর ৪ থেকে বাগবাজার সর্বজনীন, শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন।

শোভাবাজার মেট্রো থেকে ১ নম্বর গেট দিয়ে জগৎ মুখার্জি পার্ক, গেট নম্বর ২ দিয়ে সংঘতীর্থ, গেট ৩ থেকে শোভাবাজার রাজবাড়ি, আহিরীটোলা সর্বজনীন, আহিরীটোলা যুবক বৃন্দ, বেনিয়াতলা সর্বজনীন, গেট নম্বর ৪ থেকে শোভাবাজার সর্বজনীন, কুমারটুলি সর্বজনীনের পুজো।

গিরীশ পার্ক মেট্রোর ২ নম্বর গেট দিয়ে কাশীবোস সেন, চালতা বাগান, গেট ৩ থেকে জোঁড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব।

Durga Puja 2024: থাইল্যান্ডের কাঠি থেকে চিনের ফল, নয়া চমক ‘আন্তর্জাতিক’ দুর্গা

এম জি রোড মেট্রোর গেট ৩ থেকে মহম্মদ আলি পার্ক, গেট ৪ থেকে কলেজ স্কোয়ারের পুজো।

শিয়ালদা মেট্রো থেকে ১ নম্বর গেট থেকেই সন্তোষ মিত্র স্কোয়ার এবং শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব।

নেতাজি ভবন মেট্রোর ২ নবমর গেট থেকে ভবানীপুর স্বাধীন সংঘ, ভবানীপুর ৭৫ পল্লী।

যতীন দাস পার্ক মেট্রোর ২ নম্বর গেট থেকে বকুল বাগান সর্বজনীন, ৩ নম্বর গেট থেকে হাজরা পার্ক, ৪ নম্বর গেট থেকে ম্যাডক্স স্কোয়ার, কালীঘাট শ্রী সংঘ।

কালীঘাট মেট্রোর ১ গেট থেকে ৬৬ পল্লী, ৫ নম্বর গেট থেকে দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্থান ক্লাব, সিংহী পার্ক, বোসপুকুর তালবাগান সর্বজনীন, বোসপুকুর শীতলা মন্দির, ত্রিধারা সম্মিলনী।

রবীন্দ্র সরোবর মেট্রোর ১ নম্বর গেট থেকে মুদিয়ালি ক্লাব, যোধপুর পার্ক, যোধপুর পার্ক ৯৫ পল্লী, ৮ নম্বর গেট থেকে শিব মন্দির, সমাজ সেবী সংঘ।

মহানায়ক উত্তম কুমার মেট্রো থেকে ১ নম্বর গেট থেকে অজেয় সংহতি, হরিদেবপুর ৪১ পল্লী, বিবেকানন্দ পার্ক। মাস্টারদা সূর্য সেন মেট্রোর ১ নম্বর গেট থেকে নাকতলা উদয়ন সংঘ।

Durga Puja: মণ্ডপ অসম্পূর্ণ, ‘উদ্বোধন’ দেখেই ভিড় দর্শনার্থীদের!
বেহালা বাজার মেট্রোর ১ নম্বর গেট থেকে বেহালা নতুন সংঘ, বেহালা নতুন দল, ফ্রেন্ডস ক্লাব।

বেহালা চৌরাস্তা মেট্রোর ১ নম্বর গেট থেকে বড়িশা ক্লাব, বড়িশা সর্বজনীন, প্লেয়ার্স কর্ণার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *