R G Kar Incident: জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি, সমর্থনে ধরণায় আরজি কর-কাণ্ডে নির্যাতিতার মা-বাবাও…


বরুণ সেনগুপ্ত: আরজি কর কাণ্ডে আমরণ অনশনে বসেছেন ৬ জুনিয়র ডাক্তার। এরপরেই রবিবার সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা-মা। সরকার কেন মানবিক হচ্ছে না? প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা-মা। জুনিয়র ডাক্তারেরা বসেছেন ধরনায় তাঁদের বায়ো টয়লেট পর্যন্ত দিতে নারাজ সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন হচ্ছে সেখানেও সরকারের মানবিক মুখ দেখা যাচ্ছে না, অভিযোগ তাঁদের। 

আরও পড়ুন- Biriyani Scam: পেটের অসুখ নিয়ে ডাক্তারের চেম্বারে ভিড়ে সন্দেহ! যাহ, বাঙালির বিরিয়ানিতেই বিষ…

নির্যাতিতার বাড়ির সামনে তৈরি হচ্ছে মঞ্চ। সেই মঞ্চেই নির্যাতিতার পরিবারের লোক ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত বসবেন। তাঁর বাড়িতে দুর্গাপুজো হত তবে এখন থেকে আর পুজো হবে না। ঠিক সেই কারণেই এই ধরনা মঞ্চ তৈরি করছে পরিবারের লোকেরা। এখানে কোনও রাজনৈতিক নেতা বা নেতৃত্ব কে তারা আসতে দেবেন না। যদি তাঁরা আসেন মঞ্চের নিচে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কথা বলতে পারেন। এই মঞ্চে থাকবেন তাঁর পরিবারের লোকজন এমনটাই দাবি নির্যাতিতার পরিবারের। 

অন্যদিকে জুনিয়র ডাক্তারদের দাবিগুলো হল যথাক্রমে দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায়বিচার সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে। অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকাল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালু করতে হবে।

আরও পড়ুন- Rhea Chakraborty: সুশান্ত মৃত্যু মামলায় মুক্তি পেলেও ফের রিয়া পেলেন আইনি নোটিস, এবার ৫০০ কোটি জালিয়াতির অভিযোগ…

এছাড়াও তাঁদের আরও দাবি, প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে। অতিদ্রুত সব কটি মেডিকাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজনমাফিক সিসিটিভি, অন কল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে। হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করতে হবে।

দশ দফা দাবির মধ্যে রয়েছে, হাসপাতালগুলিতে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে৷ প্রতিটি মেডিক্যাল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্যস্তরেও এনকোয়ারি কমিটি তৈরী করতে হবে। অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকাল কলেজে ছাত্রসংসদ নির্বাচন করতে হবে। সব কটি কলেজে আর ডি এ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ/হাসপাতাল পরিচালনার সব কটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। WBMC ও WBHRB-এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্তপ্রক্রিয়া শুরু করতে হবে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *