আন্দোলনের ধার আরও বাড়াতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় তাঁদের অনশন শুরু হয়েছে। মঙ্গলবার রাজ্যের সব মেডিক্যাল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা প্রতীকী অনশনে অংশগ্রহণ করতে চলেছেন। পাশাপাশি, পঞ্চমীর দিনই একটি মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।জুনিয়র ডাক্তারদের তরফে সোমবার জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচিতে যোগদান করবেন সব মেডিক্যাল কলেজের জুনিয়র ও সিনিয়র ডাক্তাররা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেরে সাইকিয়াট্রি পিজিটি অলোক কুমার ভার্মা এবং উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের ইন্টার্ন সৌভিক বন্দ্যোপাধ্যায় আজ থেকে উত্তরবঙ্গে অনশনে যোগ দিচ্ছেন।
এছাড়াও নিজেদের দশ দফা দাবি আদায়ে মঙ্গলবার একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টেয় ফের কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলায় হবে মহা মিছিল। এই মিছিলে জুনিয়র ডাক্তাররা ছাড়াও সিনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য কর্মীরা যোগ দেবেন। কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সোমবার জানিয়েছেন, ধর্মতলায় যে সমস্ত জুনিয়র ডাক্তাররা অনশন করছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। এই বিষয়ে জুনিয়র ডাক্তাররা জানান, যা আইনি পদক্ষেপ করার কলকাতা পুলিশ তা করতে পারে।
এছাড়াও নিজেদের দশ দফা দাবি আদায়ে মঙ্গলবার একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল সাড়ে ৪টেয় ফের কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলায় হবে মহা মিছিল। এই মিছিলে জুনিয়র ডাক্তাররা ছাড়াও সিনিয়র ডাক্তাররা, স্বাস্থ্য কর্মীরা যোগ দেবেন। কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা সোমবার জানিয়েছেন, ধর্মতলায় যে সমস্ত জুনিয়র ডাক্তাররা অনশন করছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে। এই বিষয়ে জুনিয়র ডাক্তাররা জানান, যা আইনি পদক্ষেপ করার কলকাতা পুলিশ তা করতে পারে।
সোমবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। রাস্তা আটকে অনশন না করে রাস্তার পাশে অন্যত্র সরে যাওয়ার আবেদন করা হয়। তবে বিষয়টিতে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট।
হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানান, এই মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করা হবে না। ওই আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাস্তার অনেকটা জায়গা জুড়ে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। যে কারণে পুজোর সময় পথচলতি মানুষ তো বটেই, গাড়ি চলাচলেও অসুবিধে হচ্ছে। যদিও, আবেদন গ্রাহ্য করা হয়নি।