ব্যস্ত রাস্তার মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছেন এক মহিলা। মধ্যমগ্রাম ২৪ নম্বর ওয়ার্ডের বিধানপল্লীর বাসিন্দা ভদ্রাবতী নন্দী। স্থানীয়দের কাছে তিনি সাক্ষাৎ দশভূজা। ট্রাফিকের অস্থায়ী কর্মী ভদ্রাবতী। বাড়িতে আছে ছেলে, মেয়ে এবং স্বামী। তবে তাঁর একার রোজগারেই চলে সংসার। মুখে কখনও ক্লান্তির ছাপ নেই। একা হাতেই সবটা সামলাচ্ছেন ভদ্রাবতী। তবে তিনি যে শুধু ট্রাফিকের দায়িত্বই সামলান তা নয়,পাশাপাশি রাস্তা পারাপারের সময় ছোট থেকে বৃদ্ধ, সকলের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দেন তিনি।