Kolkata Metro News,ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, দমদম থেকে এমজি রোড পর্যন্ত পরিষেবা বন্ধ – kolkata metro blue line service interrupt as one person wants to take life


সোমবার সকালে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ঘটনায় মেট্রো পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। ওই ব্যক্তিকে উদ্ধার করতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। তার জেরেই কিছুটা সমস্যা হয়। এ দিন বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার সুতানুটি স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। পাঠানো হয় হাসপাতালে। ঘটনার জেরে দমদম থেকে এমজি রোড অবধি স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। খানিক ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। যদিও ১২টা ১৮ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলেই মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছে।সূত্রে খবর, ওই ব্যক্তির লাইনে ঝাঁপ দেওয়ার বিষয়টি নজরে আসার পরেই তৎপর হন মেট্রোতে কর্তৃব্যরত আরপিএফ। তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি আপাতত সুস্থ রয়েছেন। প্রায় আধঘণ্টা মতো পরিষেবা বিঘ্নিত হয়েছিল।

উৎসবের পর সোমবার কাজে ফিরেছেন অনেকেই। কিন্তু সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই মেট্রোয় এই ঘটনায় সমস্যায় পড়তে হয় অনেককেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *