Task Force,জুনিয়র ডাক্তারদের দাবি মেনে টাস্ক ফোর্স গঠন রাজ্যের – west bengal government formed task force fulfill demand of junior doctors


জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিল নবান্ন। ১২ ঘণ্টার মধ্যে রাজ্যস্তরে তৈরি করা হলো টাস্ক ফোর্স। সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা-সহ সার্বিক অভিযোগ খতিয়ে দেখবে এই টাস্ক ফোর্স। সোমবার নবান্নে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেই বৈঠকেই ঠিক করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত করা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, অভিযোগ খতিয়ে দেখার জন্য টাস্ক ফোর্স গঠন করা হবে।সেই মোতাবেক মঙ্গলবার নবান্ন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জানানো হয়েছে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্যসচিব টাস্ক ফোর্সের সদস্য হবেন। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের ২ জন প্রতিনিধি, সিনিয়র রেসিডেন্ট ২ জন প্রতিনিধি, পড়ুয়াদের এক জন, রাজ্যস্তরের গ্রিভান্স সেলের এক প্রতিনিধিও সেখানে থাকবেন।

কোন কোন বিষয়ে নজর রাখবে টাস্ক ফোর্স?

হাসপাতালে সিসিটিভি বসানো থেকে শুরু করে সার্বিক নিরাপত্তার উপর নজর রাখবে এই কমিটি। কেন্দ্রীয় হেল্পলাইন, প্যানিক বাটন সিস্টেম,কেন্দ্রীয় রেফারেল সিস্টেমের বাস্তবায়নের জন্য পদক্ষেপ করবে এই কমিটি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে টাস্ক ফোর্স গঠন করার দাবি শোনা গিয়েছিল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারের কণ্ঠে। কলেজ স্তরে টাস্ক ফোর্স গঠন করার দাবি জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই দাবি খতিয়ে দেখা হবে। সেই প্রস্তাব মোতাবেকই এই টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *