জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাধারণত বৃষ্টি কমলে ডেঙ্গির প্রকোপ কমে, কিন্তু কলকাতায় বেশ কয়েকদিন বৃষ্টি হয়নি। তার পরেও কেন ডেঙ্গির প্রকোপ কমছে না? সত্যিই কি কমছে না? হ্যাঁ, ছবিটা প্রায় তাই। স্বাস্থ্য দফতর সূত্রে রাজ্যের যে-ডেঙ্গি-ছবি মিলেছে তা ভয় ধরানোর মতো।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২১ হাজার। ২০ নভেম্বর পর্যন্ত পাওয়া হিসাব এটি। এই ডেঙ্গি আক্রান্তদের মধ্যে সংখ্যার হিসেবে শীর্ষে মুর্শিদাবাদ জেলা, দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ, তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।
স্বাস্থ্য দফতর সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ জেলায় ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যানে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক:
মুর্শিদাবাদ আক্রান্তের সংখ্যা প্রায় ৫১৪৭ জন
মালদহে ২৩৩৩ জন
উত্তর ২৪ পরগনায় ২২৭৮ জন
হুগলিতে ১৫৩১ জন
পশ্চিম মেদিনীপুরে ১২৬৪ জন
বাঁকুড়ায় ১২৬৪ জন
কলকাতায় ৯৭৩ জন
পূর্ব বর্ধমানে ৯৬৬ জন
হাওড়ায় ৮২০ জন
পূর্ব মেদিনীপুরে ৬৪৭ জন
এই ১০ জেলায় ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা– ১৫৯৫৯ জন
বাকি জেলা মিলিয়ে আক্রান্ত প্রায় ২১ হাজার!
সাধারণত বৃষ্টি হলেই ডেঙ্গি বাড়ে। তাই বর্ষায় ডেঙ্গির প্রকোপ ভয়ংকর বৃদ্ধি পায়। কিন্তু এই শীতে কেন এই অবস্থা? পতঙ্গিবদদের বক্তব্য, তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামলে সাধারণত মশার বংশবৃদ্ধি কমে। তবে ইদানীং কলকাতার যা পরিস্থিতি, তাতে এখানে সারা বছরই ডেঙ্গি হচ্ছে। কলকাতার বাতাসে আর্দ্রতার পরিমাণ আসলে বাড়ছে!
আরও পড়ুন: Potato Supply: মঙ্গলবার থেকেই আর পাতে পড়বে না আলু? আত্মারাম খাঁচাছাড়া বাঙালির…
ফলে, ডেঙ্গি নিয়ে বহু মহলই উদ্বিগ্ন। এদিকে শনিবার শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। এতেও ফের বাড়তে পারে ডেঙ্গির প্রকোপ। অন্তত ডিসেম্বর পর্যন্ত মশাবাহিত রোগের প্রকোপ থাকবে বলেই মনে করছেন পতঙ্গবিদেরা। শিয়ালদহ, কসবা, টালিগঞ্জ, নিউ আলিপুর, বেহালা, যাদবপুর এলাকাতেই ডেঙ্গির সংক্রমণ বেশি। ওই এলাকাগুলিতে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে ওয়ার্ডের আধিকারিকদের। মোটামুটি ভাবে কলকাতার সব বরোকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মশাদমন কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)