‘সরকার মুখে আছে, কাজে নেই’! আলুর চড়া দামে ক্ষোভে সাধারণ ক্রেতারা…| price of potato has not reduced in the market angry common buyers


পার্থ চৌধুরী: সরকারি ঘোষণা আর খুচরো বাজারে ফারাক অনেকটাই। শুক্রবারের বাজারেও আলুর দাম কমেনি। এই নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

শুক্রবার কালনা গেট বাজারে গিয়ে দেখা গেল আলুর দাম ৩৫ থেকে ৩৬ টাকা। কোথাও কোথাও ৩৭/৩৮ টাকাও, এগুলি জ্যোতি আলু। চন্দ্রমুখী আলু তো আরও নাগালের বাইরে। কিছুদিন আগেও আলু ৩২ টাকায় ঘোরাফেরা করছিল। কিন্তু ব্যবসায়ীদের দুদিনের ধর্মঘটের পর থেকে আবার চড়ে গিয়েছে আলুর দর। অন্য সবজির দামও খুব একটা কমেনি।

এত দাম খাব কী? বলছেন বাজারে আসা ক্রেতারা। ক্রেতা প্রদীপ চন্দ্র বলেন, ‘সরকার তো মুখে বলছে। কাজে হচ্ছে না। আলুর এত দাম। সবজির এত দাম। কীভাবে চলবে?’

আরও পড়ুন:Asit Majumdar: রাস্তার বেহাল দশা! ক্ষোভে বিধায়কের হাত ধরে টেনে…

আর এক ক্রেতা সমর ঘোষ প্রচণ্ড ক্ষুদ্ধ। তিনি বলেন,  ‘এভাবে চলতে পারে না। স্টোরে আলু ২৬ টাকা। আনার খরচ ইত্যাদি বাদ দিয়ে ৩১ টাকা। এত দাম হয় কী করে?  চাষিরা তো কবেই আলু ছেড়ে দিয়েছে। ফায়দা লুটছে মাঝের ব্যবসায়ীরা।’ 

অন্য ক্রেতা প্রতাপ দাস জানান,  শীতকালে সবজির দাম কম হয়। এবারে কমেনি তেমন। আলুর দাম কমছেই না। এখন তো আলু ১৫/২০ টাকার বেশি হওয়া উচিত নয়। খুচরো বিক্রেতারাও খুশি নন। বিক্রেতা তাপস দাস জানান, স্ট্রাইকের পর থেকেই দাম বেড়েছে। বিক্রি অনেক কমে গিয়েছে তার ফলে। সকলেই চান, নিয়ন্ত্রণে আসুক আলুর বাজার। অন্তত একটা স্থিতাবস্থা আসুক। যাতে, মানুষ খেয়ে বাঁচে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *