জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘অল্লু অর্জুনের কোনও দোষ নেই’। ‘পুষ্পা ২’-র প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় এবার মুখ খুললেন মৃত মহিলার স্বামী রেবতী। জানালেন, ‘প্রয়োজনে মামলা তুলে নেব। পুলিস নয়, মোবাইল মারফত্ গ্রেফতারির কথা জানতে পেরেছি’।
ঘটনাটি ঠিক কী? ব্ক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ‘পুষ্পা টু’। মাত্র ৮ দিনেই ভারতের ছবিটি আয় করেছে ৮২২.৭ কোটি, আর বিদেশে ১৯০ কোটি! বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০১২.৭ কোটি। কিন্তু হায়দরাবাদে ছবি প্রিমিয়ারে ঘটেছে বিপর্যয়। পদপিষ্ঠ হয়ে প্রাণ হারিয়ছেন এক মহিলা। সেই ঘটনায় খোদ ছবি নায়ক অল্লু অর্জুনের বিরুদ্ধেই মামলা দায়ের করেছিল পুলিস। আজ, শুক্রবার সকালে বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অভিনেতাকে।
সেদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার শো ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমা। মৃত মহিলার স্বামী বলেন, ‘আমার ছেলে সন্ধ্যা থিয়েটারে সিনেমা দেখতে যেতে বলেছিল। এই ঘটনায় অল্লু অর্জুনের কোন দোষ নেই’।
হায়দরাবাদের সন্ধ্যায় থিয়েটারে প্রিমিয়ারে সাধারণ দর্শকদের সঙ্গে ছবিটি দেখতে হাজির হয়েছিলেন ‘পুষ্পা ২’ নায়ক অল্লু অর্জুন স্বয়ং। আচমকা অভিনেতাকে দেখে সিনেমা হলে দর্শকদের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়। রাত সাড়ে দশটা যখন অল্লু অর্জুন যখন পৌঁছন, তখন কার্যত হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিসের তরফে চেষ্টা করা হলেও কিছুতেও সামলানো যাচ্ছিল না। তখনই ঘটে ভয়ংকর বিপত্তি।
পুলিস জানিয়েছে, ‘আগাম খবর না দিয়েই প্রিমিয়ার শোতে এসেছিলেন অল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিসও। হায়দরাবাদের পুলিস কমিশনার সিভি আনন্দ বলেছেন, ‘তিনি যে থিয়েটারে আসছেন, সেই বিষয়ে থিয়েটার ম্যানেজমেন্ট বা অভিনেতার দলের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি’। জানান, ‘অল্লু অর্জুন এবং তার দলের জন্য কোনও আলাদা প্রবেশ বা প্রস্থানের ব্যবস্থাও ছিল না। তাঁরা যে সেখানে আসছেন, থিয়েটার ম্যানেজমেন্ট তা আগে থেকে জানত’।
আরও পড়ুন: Antony Thattil | Keerthy Suresh : গোয়াতে বিয়ে সারলেন কীর্তি সুরেশ, কেমন ছিল অভিনেত্রীর বিয়ের সজ্জা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)