দেবব্রত ঘোষ: কানে হেডফোন দিয়ে রেল লাইন পেরনোর সময় ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু। শনিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলের পদ্মপুকুর স্টেশনের কাছে। রেল পুলিস সূত্রে খবর, শালিমার সুপার ফাস্ট উইকলি এক্সপ্রেস ওই যুবতীকে ধাক্কা মারে। মৃতার নাম অঙ্কিতা পাত্র(২৭)।
শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত বাঙালপাড়া লেনের বাসিন্দা। শালিমার জি আর পি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সূত্রে মারফত জানা গেছে তিনি তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করতেন। আজ সকালে কাজ সেরে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় কানে হেডফোন লাগানো ছিল। তাই লাইন পেরোনোর সময় ট্রেনের আওয়াজ তিনি শুনতে পাননি। চলন্ত ট্রেন তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি মানসিক অবদাসে ছিলেন কিনা তা খতিয়ে দেখছে রেল পুলিস।
আরও পড়ুন:Kanpur: বীভত্স! ভয়ংকর অগ্নিকাণ্ড! পুড়ে ছাই আস্ত শোরুম…
প্রসঙ্গত, কিছুদিন আগেই মোটরবাইক চালিয়ে রেললাইন পেরনোর সময় মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির। আপ কৃষ্ণনগর লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর কালীবাড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম শঙ্কর রায়।
রেলপুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর স্টেশন থেকে সকাল আটটায় প্রতিদিনের মতোই আপ কৃষ্ণনগর লোকাল ছেড়েছিল। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পেরিয়ে একটি ছোট ফাঁকা জায়গা পড়ে। সেখান দিয়ে বাইক, স্কুটি, সাইকেল নিয়ে লোকজন রেললাইন পারাপার করেন। বছর ৪৫ এর শঙ্কর রায় ওই ফাঁকা জায়গা দিয়েই মোটরবাইক চালিয়ে রেললাইন পেরোতে যাচ্ছিলেন। ট্রেন চলে এসেছে, তিনি আন্দাজ করতে পারেননি। বাইকটি ট্রেনের তলায় আটকে যায়। ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
আরও পড়ুন:Allu Arjun Arrested: জামিন পেয়েও সারারাত জেলের মেঝেতেই ঠাঁই অল্লুর! বেরিয়েই ‘পুষ্পা’ বললেন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)