Patanjali Wellness: পতঞ্জলি ওয়েলনেস কীভাবে প্রাকৃতিগতভাবে দীর্ঘমেয়াদী রোগ থেকে মানুষকে মুক্তি দিয়েছে?


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজকের দিনে, যখন অ্যালোপ্যাথিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও ব্যয়বহুল চিকিৎসা নিয়ে মানুষ চিন্তিত, তখন পতঞ্জলি ওয়েলনেস কোটি কোটি মানুষের জন্য একটি প্রাকৃতিক সমাধান এনে দিয়েছে। আয়ুর্বেদ, যোগব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে পতঞ্জলি শুধু বিভিন্ন শারীরিক সমস্যা নিরাময়েই সাহায্য করেনি, বরং স্বাস্থ্যকর জীবনযাপন কেমন হওয়া উচিত, তাও শিখিয়েছে। ডায়াবেটিস, হাঁপানি, হজমের সমস্যা কিংবা আরও জটিল রোগ হোক—পতঞ্জলির ওয়েলনেস সেন্টার ও আয়ুর্বেদিক পণ্য মানুষের জন্য প্রাকৃতিক চিকিৎসাকে সহজলভ্য করে তুলেছে।

আরও পড়ুন: Empowering Bharat’s Banking Ecosystem: ভারুয়া সলিউশনস প্রাইভেট লিমিটেড চালু করল এআই-চালিত ৩৬০° ব্যাংকিং

কিন্তু প্রশ্ন হচ্ছে: কীভাবে পতঞ্জলি ওয়েলনেস প্রকৃতভাবে দীর্ঘমেয়াদী রোগ থেকে মানুষকে সুস্থ করেছে? চলুন দেখে নিই।

পতঞ্জলি ওয়েলনেস সেন্টার কী?

পতঞ্জলি ওয়েলনেস সেন্টারের মূল লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক উপায়ে মানুষের শরীর ও মনকে সুস্থ করা। এখানে যোগব্যায়াম, ধ্যান, পঞ্চকর্মা ও আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে রোগ সারানো হয়। এই সেন্টারে রোগীদের অস্ত্রোপচার বা কেমিক্যাল ওষুধ ছাড়াই নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে চিকিৎসা দেওয়া হয়।

রোগীর শারীরিক অবস্থার উপর ভিত্তি করে বিশেষজ্ঞরা তার জন্য উপযুক্ত চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করেন। মানসিক চাপ, ঘুমের সমস্যা, স্থূলতা, ডায়াবেটিস, রক্তচাপ ও হজমের সমস্যা—এই ধরনের অসুখের ক্ষেত্রে এখানে যোগ, আয়ুর্বেদ ও প্রাকৃতিক পদ্ধতিতে চিকিৎসা হয়।

আরও পড়ুন: Stories of Patanjali customers: পতঞ্জলির গ্রাহকদের অভিজ্ঞতা কীভাবে আয়ুর্বেদের প্রতি ভরসা বাড়িয়ে দিয়েছে?

রোগের মূল কারণ দূর করার চেষ্টা

পতঞ্জলির বিশ্বাস, কোনো রোগের উপসর্গ চাপা না দিয়ে, তার মূল কারণ খুঁজে চিকিৎসা করা উচিত। তাই এখানে প্রথমে রোগীর শরীরে বাত, পিত্ত, কফ—এই তিনটির ভারসাম্য কেমন আছে তা দেখা হয়। এরপর সেই অনুযায়ী খাবার, যোগব্যায়াম ও ভেষজ ওষুধ দিয়ে ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হয়।

উদাহরণস্বরূপ, যদি কারো সাইনাসের সমস্যা থাকে, তাহলে তাকে দেওয়া হয় ‘দিব্য শ্বাসারী ক্বাথ’, সঙ্গে নেটি ক্রিয়া ও অনুলোম-বিলোম শ্বাসপ্রশ্বাসের অনুশীলন। এতে বাড়তি কফ বের হয়ে যায় ও শ্বাসতন্ত্র মজবুত হয়।

ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ টিপস

হারিদ্বারের পতঞ্জলি ওয়েলনেস সেন্টারে ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ পরিকল্পনা থাকে। ইনসুলিন বা বিদেশি ওষুধ না দিয়ে, এখানে খাবারে করলা, জাম, ও মেথির গুঁড়ো দেওয়া হয়। সকালবেলা যোগব্যায়ামের মধ্যে থাকে মণ্ডুকাসন, ধনুরাসন ও প্রাণায়াম, যা সুস্থতার পথে সাহায্য করে।

পতঞ্জলি প্রমাণ করেছে, প্রাকৃতিক চিকিৎসা শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। এখন শহরেও তাদের ওয়েলনেস সেন্টারগুলো ভালোভাবে চলছে এবং মানুষকে বিশ্বাস করাচ্ছে যে প্রাকৃতিক উপায়েও আধুনিক রোগের কার্যকর চিকিৎসা সম্ভব।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *