দেবব্রত ঘোষ: সোদপুরের নির্যাতিতাকে মারধর করে মাথার চুল কেটে নেবার অভিযোগ ওঠে শ্বেতা খান ও আরিয়ান খানের বিরুদ্ধে। মঙ্গলবার বাঁকরা ফকিরপাড়ারর শ্বেতার ফ্ল্যাটের পিছনদিক থেকে মাথার চুল সংগ্ৰহ করল পুলিস। এই চুল নির্যাতিতার বলে মনে করা হচ্ছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠাচ্ছে পুলিস।এদিকে ক্রমশই সামনে আসছে শ্বেতার বিভিন্ন কুকীর্তি। অপরাধীদের সঙ্গেও ছিল ওঠাবসা। বাঁকরা শেখপাড়ায় শ্বশুরবাড়ির সম্পত্তি দখলে ভাড়া করা গুন্ডা দিয়ে তার উপস্থিতিতে গুলি চালানোর অভিযোগও রয়েছে।
আরও পড়ুন, Husband Kills Wife: হাড়হিম হালিশহর! পরকীয়ায় মজে স্ত্রী? সন্দেহের বশে গলা কাটল স্বামী…
২০১৫ সালের ঘটনা। আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হয়েছিলেন শ্বেতা। যদিও তখন তার নাম ছিল মহসিনা বেগম। ভোটার কার্ডে এটাই তার আসল নাম। এলাকায় পরিচিত ফুলটুসি বলে। উড়িষ্যা যোগ সামনে আসছে শ্বেতার। সেখানে গিয়ে ভিডিয়ো বানিয়েছেন। সেখানকার এক ব্যবসায়ীর ঘনিষ্ঠ তিনি। এলাকার মানুষজন জানিয়েছেন, এ ধরনের চরিত্রের মহিলা এলাকায় থাকুক সেটা তারা চাইছেন না। বাঁকরার নাম খারাপ করেছে শ্বেতা খান। প্রয়োজনে গণস্বাক্ষর করে প্রশাসনের কাছে দেওয়া হবে যাতে ওই এলাকা থেকে বিতাড়িত করা হয় এই পরিবারকে।
ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে, হাও়ড়ার ডোমজুড়ে মা-ছেলের সফট পর্ন চক্রের কুকীর্তি চালাত বলেই অভিযোগ। পানিহাটির মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিস। ফুলটুসি ওরফে শ্বেতা খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তার প্রাক্তন স্বামী মহম্মদ সৈয়দ মোর সেলিমও। ওই ব্যক্তির অভিযোগ টাকা এবং সম্পত্তির লোভে তাকে বিয়ে করেছিল ওই মহিলা। তারপর তাঁকে এবং তাঁর পরিবারের লোকেদের মারধর করত। স্বামী থাকলেও বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের ডেকে তাদের সঙ্গে ফুর্তি করত।
২০০২ সালে মহসিনা খাতুন ওরফে ফুলটুসি র সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান আরিয়ান খান এবং ইসিকা খান হয়। কিন্তু বিয়ে এবং সন্তানের জন্মানোর পর থেকেই টাকা এবং সম্পত্তির লোভে স্বামীর উপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ।সে তার বোনকে নাবালক ছোট ভাইয়ের সঙ্গে জোর করে বিয়ে দেয়। সে অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়।
এইসব অত্যাচার সহ্য করতে না পেরে মহম্মদ সৈয়দ মরসোলিম ২০০৮ সালে বাঁকড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরফুরা শরীফে। এখন সেখানেই তিনি থাকেন। স্ত্রীর সঙ্গে তার ধর্মীয় মতে বিচ্ছেদ হয়ে গেছে। এদিন তিনি তার মেয়ে ঈশিকা খানের আত্মহত্যার জন্য তার প্রাক্তন স্ত্রীকে দায়ী করেছেন। তার স্পষ্ট অভিযোগ ছেলে আরিয়ান খানকে বিপথে চালুর জন্য দায়ী তার মা।
আরও পড়ুন, Saokat Molla on Kashem Siddique: নওশাদ সিদ্দিকির ভাই কাসেম তৃণমূলে, মুখ খুললেন সওকত মোল্লা…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)