Dipika Kakkar: অবশেষে ক্যানসার মুক্তি! ১১ দিন পর হাসপাতাল থেকে ফিরে ছেলেকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন দীপিকা…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা সবাইকে জানিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। ক্যানসারের দ্বিতীয় স্টেজ হওয়ায় অত্যন্ত চিন্তিত ছিলেন তিনি। সম্প্রতি তাঁর অপারেশনও হয়েছে। অপারেশনের দীর্ঘ ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেত্রী। দীপিকার স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম একটি ব্লগে দীপিকার স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, দীপিকার টিউমার ম্যালিগন্যান্ট ছিল, তাই এখনো নিয়মিত চেকআপ করতে হবে।

আরও পড়ুন- Karisma Kapoor: হানিমুনে গিয়ে করিশ্মাকে নিলামে তোলে সঞ্জয়, পরপুরুষের সঙ্গে শুতে রাজি না হতেই মারধর!

ভিডিয়োতে দেখা যায়, হাসপাতাল ছাড়ার সময় দীপিকা কাঁদছিলেন এবং নিজের ডাক্তারকে জড়িয়ে ধরেন। শোয়েব ভ্লগে বলেন, “১১ দিন পর দীপিকা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এবং এখন চেকআপে এসেছে। গত কয়েকটা দিন আমাদের জন্য খুব কঠিন ছিল। আমরা সবাই সবার দোয়া এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। এটা শুধু প্রথম ধাপ পার হওয়া — এখনো অনেক কিছু বাকি। এখনকার জন্য সবকিছু ভালো আছে, কিন্তু সামনে আরও অনেক ধাপ আছে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আমরা চলছি। তবে বড় কাজটা — সার্জারি — ভালো হয়েছে। দীপিকাও ধীরে ধীরে সেরে উঠছে। হ্যাঁ, কিছু চিকিৎসা এখনো বাকি আছে, আশা করছি সেগুলোর ফলও ভালো হবে।”

টিউমার ম্যালিগন্যান্ট জানতে পেরে প্রতিক্রিয়া
শোয়েব বলেন, “যখন আমরা শুনি যে টিউমার ম্যালিগন্যান্ট, আমরা দুজনেই কেঁদে ফেলি। ডাক্তার আমাদের কিছু সময় দেন ব্যাপারটা বুঝে নিতে।”

আরও পড়ুন- Karisma Kapoor’s Husband Net Worth: কয়েক হাজার কোটির সম্পত্তি সঞ্জয়ের, ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই বিচ্ছেদের পর করিশ্মাকে লিখে দেন…

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন:
“এই মুহূর্তে সবকিছু ঠিক আছে, কিন্তু যেহেতু টিউমার ক্যানসারাস ছিল, আমাদের নিয়মিত ফলোআপে যেতে হবে। এক সপ্তাহ পরে আবার ডাক্তার দেখাবো। তারপর ঠিক হবে পরবর্তী চিকিৎসা দরকার কিনা। এখন আমরা এক ধাপ এক ধাপ করে এগোচ্ছি।”

সন্তান রুহানের সঙ্গে দীপিকার আবেগঘন পুনর্মিলন
বাড়ি ফিরে দীপিকা তাঁর ছেলে রুহানের সঙ্গে দেখা করেন। রুহান দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। পরিবারের অন্য সদস্যরাও তাঁকে স্বাগত জানান। দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন ফ্যানেরা। অনেকেই প্রার্থনা করেছেন দীপিকার জন্য। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *