সুকান্তকে লক্ষ্য করে জুতো! তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি, তুলকালাম কাণ্ড বজবজে… shoe thrown at BJP President sukanta Majumder in Budge Budge


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তুমুল বিক্ষোভ।  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো ছুড়লেন বিক্ষোভকারীরা! উঠল ‘চোর, চোর’ স্লোগানও। তুলকালাম কাণ্ড বজবজে।

আরও পড়ুন:  Abhijit Gangopadhyay Health Updates: সংকটে Ex জাস্টিস অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়, তমলুকের সাংসদকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি…

ঘটনাটি ঠিক কী? এক সপ্তাহ পার। দুই ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বে  রীতিমতো  অগ্নগর্ভ হয়ে ওঠেছিল মহেশতলা। একাধিক দোকানে ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতীরা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাইকে। এমনকী, ইটবৃষ্টির মুখে পড়তে হয়েছিল পুলিস। সেই ঘটনায় আহত বিজেপি কর্মীদের দেখতে বজবজে যান দলের রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। কবে? আজ, বৃহস্পতিবার।

এদিকে প্রস্তুত ছিলেন স্থানীয় তৃণমূলকর্মীরা। বজবজে পৌঁছতেই সুকান্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এমনকী, ভিড়ের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য় করে জুতোও ছোঁড়া হয় বলে অভিযোগ। কোনওরকমে রক্ষা পান তিনি। সঙ্গে ‘চোর, চোর’ স্লোগান। এরপর বিজেপি কর্মীরাও যখন পাল্টা স্লোগান দিতে শুরু করে, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দু’পক্ষের মধ্য়ে শুরু হয় ধস্তাধস্তি। 

আরও পড়ুন:  Howrah Death: স্বামী শুভমের গিফট করা নাইটড্রেস পরে মোহময়ী প্রেমিকার ছবি! মাত্র ৬ মাস সংসার করেই অলঙ্কৃতা দুমড়েমুচড়ে…

সুকান্ত বলেন, ‘পুলিসের কোনও কাজ নেই। ডায়মন্ড হারবার মডেল, মহিলাদের সামনে রেখে বিক্ষোভ দেখানো হচ্ছে। একটা দাবাং অফিসার আছে। বাড়িতে নেই নুন, ছেলের নাম মিঠুন। কোথায় তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। বিজেপির লোকের মার খাবে, পুলিস দেখছে। কেন্দ্রীয় মন্ত্রী আসছে। আমার পার্টির লোককে মেরেছে, আমি দেখতেও যেতে পারব না। আজকে আমার মা-কে যে শব্দ শুনতে হল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাব এই শব্দ শোনানোর জন্য’। সঙ্গে বার্তা, ‘ভিডিয়ো ফুটেজগুলি সযত্বে রাখুন,  সময় আসবে’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *