জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিডসে প্রথম টেস্ট ৫ উইকেটে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে কামব্যাকের জন্য মরিয়া ছিল টিম ইন্ডিয়া (England vs India, 2nd Test at Birmingham)। আর শুভমন গিলরা (Shubman Gill) ‘বাউন্স ব্যাক’ করলেন বুক ফুলিয়ে। তাও আবার ৩৩৬ রানে।
এজবাস্টনের অজেয় ‘দুর্গে’ তেরঙা উড়িয়ে ইংল্যান্ডে ইতিহাস লিখল ভারত। অতীতে এজবাস্টনে খেলা আটটি টেস্টের মধ্যে একটিও জিততে পারেনি ভারত। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টিম সেই ইতিহাসই বদলে দিল।
এজবাস্টনে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৫৮৭ রান। শুভমন গিল করেছিলেন ৩৮৭ বলে ২৬৯ রান। ৮৭ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল। ৮৯ রান এসেছিল যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে।
ভারতের প্রথম ইনিংসের জবাবে ইংল্যান্ড, হ্যারি ব্রুক (১৫৮) ও জেমি স্মিথের (অপরাজিত ১৮৪) জোড়া শতরানে ৪০৭ রান তুলেছিল। মহম্মদ সিরাজ একাই তুলে নেন ৬ উইকেট, খরচ করেছিলেন ৭০ রান। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা বিহারি পেসার আকাশ দীপ নেন বাকি ৪ উইকেট। দিয়েছিলেন ৮৮ রান।
১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা শুভমন ফের সেঞ্চুরি করেন দ্বিতীয় ইনিংসেও। ইংরেজ বোলাররা তাঁকে রুঁখতে পারেননি। ১৬২ বলে ১৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তিনটি ফিফটি প্লাস ইনিংস আসে কেএল রাহুল (৫৫), ঋষভ পন্থ (৬৫) ও রবীন্দ্র জাদেজার (অপরাজিত ৬৯)। ৪২৭/৬ করে ভারত ইনিংস ডিক্লেয়ার করেছিল।
(আরও বিশদে আসছে…)