বিষের জ্বালায় ছটফটিয়ে প্রাণ গেল ৪ পথ কুকুরের! অভিজাত আবাসনে নৃশংস হত্য়াকাণ্ড…4 stray dogs reportedly killed by poisoning in Newtown


নান্টু হাজরা:  খাস কলকাতায় সারমেয় নিধন। বিষের জ্বালায় ছটফটিয়ে প্রাণ গেল ৪ পথ কুকুরের! থানায় অভিযোগ দায়ের করলেন পশুপ্রেমীরা। স্মরণসভা হল নিউটাউনে। পথে  নামলেন টলিউডে অভিনেতা-সহ আবাসিকদের একাংশ।

আরও পড়ুন:  Behala Murder Case: বেহালার নার*কীয় হত্যা*কাণ্ড! গভীর রাত, মদ্য*পান, বন্ধুদের বচসা, বাবা-ছেলের হাতে খু*ন যুবক…

নাম, টাটা ইডেন কোর্ট। নিউটাউনে একটি অভিজাত আবাসন। ওই আবাসনের আনাচে কানাচে ঘুরে বেড়াত পথ কুকুররা। তাদের খাবার দিতেন আবাসিকদের একাংশই। অভিযোগ, ১৯ জুন রাতে ৬ পথ কুকুরের খাবার বিষ মিশিয়ে দেওয়া হয়। খবর পেয়ে অসুস্থ কুকুরগুলি চিকিত্‍সারও ব্যবস্থা করেছিলেন স্থানীয় পশুপ্রেমীরা। কিন্ত ৪ কুকুর মারা গিয়েছে। আদর করে তাদের ছুটকি, সাহেব, নন্টে ও বাবলি নামে ডাকতেন আবাসিকরা।

পশুপ্রেমীদের দাবি, কুকুরদের খাওয়া খেলে আবাসনেরই কয়েকজব নানাভাবে বাধা দিতেন। নানারকম কথা বলতেন প্রবীণ কিছু মানুষ। তাঁরাই বিষ খাইয়ে কুকুরগুলি মেরে ফেলেছেন অভিযোগ। টেকনো সিটি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। আজ, রবিবার আবাসনের সামনে মৃত কুকুরদের স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় হাজির ছিলেন অভিনেতা দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, তথাগত দত্ত-সহ আবাসনের বাসিন্দারাও।

এর আগে, গড়ফায় বাইপাসে ধারে এক অভিজাত আবাসনে বিড়াল তাড়াতে কীটনাশক ব্য়বহারের অভিযোগ ওঠেছিল। ফলে অসুস্থ হয়েছে পড়েছেন অনেকেই। কারও শ্বাসকষ্ট হচ্ছে, তো কারও চোখ জ্বালা করছে! গড়ফা থানার মেল করে অভিযোগ জানিয়েছিলেন ওই আবাসনের তিনজন বাসিন্দা। 

আরও পড়ুন:  21July Poster incident: রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হল ২১জুলাইয়ের পোস্টার, সঙ্গে মমতার ছবিও…





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *