রাস্তায় জন্য ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ, সন্ধে নামলেই…| Village road in Jadupur in Chandrakona become unfit for use during monsoon


চম্পক দত্ত: কেউ বলছে রাস্তা খারাপের জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধ ভেঙ্গে যাচ্ছে। কেউ আবার বলছে অভিশপ্ত গ্রাম!গ্রামীন রাস্তার এমনই বেহাল ছবি। ৩ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা ছিলই, তার উপর বর্ষার প্রথমে ভয়াবহ বন্যায় সম্পূর্ণরূপে ভেঙ্গে গিয়েছে শিলাবতী নদীর পাড় বরাবর গ্রামের গুরুত্বপূর্ণ এক মাত্র রাস্তার দুই প্রান্ত। গ্রামের ভিতরের রাস্তাও বন্যায় ভেঙে তছনছ। প্রায় ৯০ টির মত পরিবারের রাস্তা চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। গ্রাম থেকে আশপাশের অন্য গ্রামের যোগাযোগ একপ্রকার বিচ্ছিন্ন। সন্ধ্যা নামলেই দুর্ভোগ চরমে পৌঁছায়, জীবনের ঝুঁকি নিয়ে বন্যায় ভাঙা ওই রাস্তা পার হতে হয়। এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের।

এই গ্রামে বাম আমল থেকে রাস্তার বেহাল দশা, বর্তমানে তা কাঁচা মাটির রাস্তায় পরিনত হয়েছে। রাস্তা মেরামতের জন্য কয়েক বছর ধরে প্রশাসনের কাছে একাধিক বার জানিয়েও মিলেছে শুধু আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে কয়েকদিন আগে বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় একাধিক জায়গায় শিলাবতী নদীর জলের তোড়ে রাস্তা ভেঙে তছনছ। এখন গ্রামে চারচাকা তো দূর মোটর বাইক বা সাইকেল নিয়ে প্রবেশ করাই ঝুঁকিপূর্ণ। কারও শরীর খারাপ হলে গ্রায় ২ কিলোমিটার দূরে এসে চাপতে হবে গাড়িতে।

গ্রামের বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে মানুষজন। একেই দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল গ্রামের রাস্তা,প্রশাসনে জানিয়েও হয়নি সুরাহা। গোদের উপর যাকে ফোঁড়া, বন্যায় রাস্তার একাধিক জায়গায় বাঁধ ভেঙে গিয়ে বিচ্ছিন্ন যোগাযোগ, কোনো রকমে চলছে যাতায়াত। রাস্তার মেরামত না হওয়ায় গ্রামের মানুষজন কেউ বলছেন অভিশপ্ত গ্রাম, কেউবা বলছেন ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে, বাড়ছে ক্ষোভ।  সকলেই চাইছেন দ্রুত রাস্তা ও রাস্তার ভাঙা বাঁধ মেরামত।

আরও পড়ুন-বিশ্ব শান্তি সূচকে সবচেয়ে বেশি ধাপ নামল বাংলাদেশ, কোথায় স্থান ইউনূস সরকারের?

আরও পড়ুন-চার দেশ ঘিরে রয়েছে শিলিগুড়িকে, জাতীয় নিরাপত্তার দাবি মেয়রের

এ বিষয়ে চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেন, এবারের বন্যায়  চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবথেকে বেশি শিলাবতী নদীর বাঁধ ভাঙার ঘটনা বন্যায় এই গ্রাম পঞ্চায়েতে ঘটেছিল। আর গ্রামের ক্ষেত্রে যদুপুর গ্রামের রাস্তাগুলি দ্রুত মেরামত করার আশ্বাস দিয়েছেন তিনি। “সবে বর্ষার শুরু,তারমধ্যেই ভয়াবহ বন্যা দেখেছে নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা,যদুপুর গ্রামটিও শিলাবতী নদী ঘেঁষা গ্রাম। একে বেহাল রাস্তা তারউপর নদীর জল উপচে রাস্তা ভেঙে পড়ে রয়েছে,দ্রুত মেরামত না হলে এই বর্ষার মরসুমে গ্রামের এই রাস্তা দিয়ে যাতায়াত নিয়ে চরম দুঃশ্চিন্তা বাসিন্দাদের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *