নকিব উদ্দিন গাজী: একদিকে উত্তরে যখন দলবদলের জেরে তৃণমূল অফিস রাতারাতি বদলে গেল সিপিআইএমের অফিসে (CPIM), মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূলের (TMC) পার্টি অফিস দখল করে উড়ছে লাল পতাকা, অন্যদিকে দক্ষিণে তখন উলটো ছবি। দক্ষিণে হাসি চওড়া হল শাসকদলের। পঞ্চায়েতের ৪ সদস্য তৃণমূলের যোগ দেওয়ায় বিরোধীদের হাতছাড়া হল পঞ্চায়েত (Panchayat)। পঞ্চায়েতের দখল নিল শাসকদল।
‘শূন্য’ CPIM
মথুরাপুর এক নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এবার হাতছাড়া হল বিরোধীদের। শূন্য হল সিপিআইএম। পঞ্চায়েত দখলে এল তৃণমূলের। পঞ্চায়েতের তিন সিপিআইএম সদস্য ও একজন নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এর ফলে জোটের পঞ্চায়েত বিরোধীদের হাতছাড়া হয়ে শাসকদলের হাতে চলে এল। পঞ্চায়েতের সিপিআইএমের ৩ সদস্য ও এক নির্দল সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করায়, তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। উপস্থিত ছিলেন মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার ও মথুরাপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার।
পঞ্চায়েতের আসনসংখ্যা ১৯
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বিধানসভার মথুরাপুর ১ নম্বর ব্লকের উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে পিছনে ফেলে জোটবদ্ধভাবে এই পঞ্চায়েতের বোর্ড গঠন করেন বিরোধীরা। মূলত এই পঞ্চায়েতের আসনসংখ্যা ১৯। যার মধ্যে তৃণমূল কংগ্রেস পায় ৮টি আসন, সিপিআইএম পায় ৩টি আসন, বিজেপি পায় ৫টি আসন, কংগ্রেস পায় ১টি আসন ও নির্দল পায় ২টি আসন। পরবর্তী সময়ে সিপিআইএম, বিজেপি, কংগ্রেস ও নির্দল জোটবদ্ধভাবে এই পঞ্চায়েতের বোর্ড গঠন করেন। কিন্তু এবারে সেই জোটেই বড়সড় ভাঙন।
তৃণমূল বেড়ে ১২
সিপিআইএম ও নির্দল থেকে সমর্থকেরা যোগদান করেন শাসকদল তৃণমূল কংগ্রেসে। ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২। ওদিকে বিরোধীদের আসনসংখ্যা নেমে আসে ৭-এ। যারফলেই মথুরাপুর উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এবার হাতছাড়া হল বিরোধীদের। অন্যদিকে এই পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ফলে কিছুদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েতে নতুন করে বোর্ড গঠন করতে চলেছে।
আরও পড়ুন, Dilip Ghosh: প্রবল বৃষ্টিতেই গলছে বরফ! আজ বিকালেই দিলীপ ঘোষ… পা রাখবেন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
