অনুপ দাস: স্বামীর হাতে স্ত্রী গুলিবিদ্ধ হয়ে খুন। মহিলার নাম, মাহিলা দফাদার বয়স ৩৮। স্বামীর নাম হায়দার দফাদার, নদিয়ার নাকাশিপাড়া ব্লকের কালিবাস গ্রামের বাসিন্দা। ইতোমধ্যেই অভিযুক্ত হায়দারকে গ্রেফতার করা হয়েছে।
মৃতার দিদি বলেন, তার বোন মাহিলা দফাদারের দ্বিতীয় বিয়ে হায়দারের সঙ্গে হয়, ভয় দেখিয়ে তাকে বিয়ে করে বলে অভিযোগ। হায়দার কোনও কাজকর্ম করে না। তার বোন, হাঁস-মুরগী পুষে, সেলাই করে সংসার চালাত। হায়দার বোনকে পিস্তল ঠেকিয়ে টাকা পয়সা নিত, সংসারে অশান্তি রোজ লেগেই থাকত। গতকাল রাতেও অশান্তি হয়, সেই সময় গুলি চালিয়ে খুন করে বোনকে।
পুলিস গ্রেফতার করে অভিযুক্তকে। পুলিস সূত্রে জানা যায়, প্রথমে অভিযুক্ত নাটক করেছিল। বলে ছিল একদল দুষ্কৃতী এসে তার স্ত্রীকে গুলি করে। পুলিস তদন্তে বুঝতে পারে, সে-ই গুলি করে খুন করেছে স্ত্রীকে। মৃতের স্বামী, পুলিসের চাপে পরে স্বীকার করে যে সে-ই গুলি চালিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবারই নিউটাউনে প্রায় একই ধরণের ঘটনা ঘটে। নিউটাউন সাহা মার্কেটের গেস্ট হাউজে মহিলাকে খুন করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী ১০০ ডায়াল করে জানায় অপরাধের কথা। খবর পেয়ে তড়িঘড়ি ইকোপার্ক থানা ও নিউটাউন থানার পুলিস এসে পৌঁছয় ঘটনাস্থলে।
অভিযুক্তকে পুলিসি জেরায় জানায় যে, পরকীয়ার সন্দেহে তার স্ত্রীর সঙ্গে গেস্ট হাউজে ঝামেলা হয়। এরপরেই শ্বাসরোধ করে খুন করা হয়। গতকালই এই গেস্ট হাউজে ওঠে স্বামী-স্ত্রী। ইকোপার্ক ঘুরতে এসেছিল। নিউটাউন থানার পুলিস স্বামীকে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)