বন্যাকবলিত উত্তরবঙ্গে এবার গেরুয়াশিবিরে ভাঙন! মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই… বিরাট চমক… BJP leader Rahul lohar joins TMC in Alipurduar


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ছাব্বিশের আগে উত্তরবঙ্গে গেরুয়াশিবিরে ভাঙন। মু্খ্যমন্ত্রীর সফরের মাঝে তৃণমূলের যোগ দিলেন আলিপুরদুয়ারে দাপুটে বিজেপি নেতা রাহুল লোহার। তাঁর হাতে দলের পতাকা তুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি,  রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  Hooghly News: ‘দুয়ারে ক্যা*নি’, মোদীর পোস্টে কমেন্ট করে বিপাকে তৃণমূল কাউন্সিলর…

বিধানসভা উপনির্বাচনে ঘাসফুল ফুটেছে আলিপুরদুয়ারে মাদারিহাট বিধানসভাকেন্দ্র। একুশের বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জিতেছিলেন বিজেপির  মনোজ টিগ্গা। তিনি এখন আলিপুরদুয়ারের সাংসদ। মাদারিহাটে উপনির্বাচনে যিনি বিজেপির প্রার্থী ছিলেন, সেই  রাহুল লোহার এবার যোগ দিলেন তৃণমূলে। শুধু তাই নয়, দলবদলের পর বিজেপি সাংসদ মনোজ টিগ্গার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুললেন তিনি। 

বিজেপির জেলা সভাপতি মিঠু দাসের অবশ্য দাবি,  দলের নতুন জেলা কমিটিতে জায়গা না পাওয়ায় গোসা হয়েছিল তার। আসন্ন বিধানসভা নির্বাচনে রাহুল লোহারের দলবদলের কোন প্রভাবই পরবে না।

আরও পড়ুন:  Municipality Scam: পুরসভার অ্যাকাউন্ট থেকে লোপাট ১ কোটি ৪৩ লক্ষ! গ্রেফতার অ্যাকাউন্ট্যান্ট, জালে আরও ৩…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *