দিব্যেন্দু পাত্র: ছাব্বিশের মহারণের আগেই তৃণমূলের বড় ‘জয়’! বছর ঘুরলেই বিধানসভা ভোট। শাসক থেকে বিরোধী, সবার পাখির চোখ ছাব্বিশের বিধানসভা নির্বাচন। আর তার আগেই জেলায় জেলায় এখন চলছে শক্তি বৃদ্ধির পালা। পায়ের তলার মাটি শক্ত করার পালা। ভোটবাক্সে কার জোর বেশি, সেই রণকৌশল তৈরির স্ট্র্যাটেজি।
ছাব্বিশের ভোটের আগেই এবার আরামবাগ পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হাত ধরে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ২৭টি পরিবার। বিধানসভা নির্বাচনের আগেই আরামবাগ পুরসভা এলাকায় এভাবে বিজেপির লোকজনের তৃণমূলে যোগদান করার ঘটনায় রীতিমতো রাজনৈতিকভাবে শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার রাতে আরামবাগ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুজলপুর তৃণমূল কার্যালয়ে পুরপ্রধান সমীর ভান্ডারী ও উপ পুরপ্রধান মমতা মুখোপাধ্যায় ২৭ ‘বিজেপি পরিবার’-এর হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। এছাড়াও হাজির ছিলেন কাউন্সিলর অপরাজিতা রায়, হাসান আলী চৌধুরী, সোমা পন্ডিত, মিতা দে, সঞ্জয় ঘড়ুই সহ অন্যান্য কাউন্সিলররা।
এই যোগদান প্রসঙ্গে পুর প্রধান সমীর ভান্ডারী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আমাদের জনদরদী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই ওনারা তৃণমূলে এলেন। দলের রীতিনীতি মেনে চলার অঙ্গীকারবদ্ধ হন। আমরাও তাদের সম্মানের সঙ্গেই রাখব।”
অন্যদিকে এই বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন,”কে বা কারা চলে গেলেন আমি ঠিক জানি না । আমার মনে হয় যারা গেছেন তাঁরা বিজেপি করতেন না। তৃণমূলেরই সব নাটক করে এটা করেছে। যারা প্রকৃত বিজেপি করেন, তাঁরা কেউই কোনও দিনই বিজেপির আদর্শচ্যুত হন না। আসলে যারা গেছেন বলে ওনারা দাবি করছেন তাঁরা বিজেপি নন।”
আরও পড়ুন, Mamata Banerjee: ‘চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়…‘
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
