SIR-য়ে ঘোর সংকটে স্বয়ং বিএলও’ই! নিজের নাম তো নেই-ই, নেই তাঁর স্বামী-সহ শ্বশুরবাড়ির কারওরই! স্তম্ভিত BLO বলছেন… । SIR in Bengal BLO himself not found her own name and her family members names SIR in Hooghly Chuchura


বিধান সরকার: বাড়ি-বাড়ি ঘুরে এসআইআর গণনা ফর্ম (SIR Form) বিলি করছেন বিএলও (BLO) অথচ তাঁর পরিবারের সদস্যদেরই নাম নেই ২০০২-এর ভোটার তালিকায় (2002 Electoral Roll)। নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার তালিকা ধরে এসআইআর করছে। যে-তালিকা নিয়ে ইতিমধ্যেই বিপুল বিতর্ক-বিরোধিতা শুরু হয়েছে। এমন অনেক ভোটার রয়েছেন যাঁরা ২০০২ সালের আগে-পরে ভোট দিয়েছেন, অথচ দেখা যাচ্ছে ২০০২ সালের শেষ এসআইআর সংশোধিত তালিকায় তাঁদের নাম নেই!

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: SIR in Bengal: SIR-আতঙ্কে হাসপাতালে স্ত্রীর দেহ ফেলে পালাল স্বয়ং স্বামী! ফোন বন্ধ, ঠিকানা ধরে বাড়ি গিয়ে দেখা গেল…ভয়ংকর…অবিশ্বাস্য…

বিএলও-র’ই নাম নেই!

যেমনটা হয়েছে চুঁচুড়ার ১৯৬ বুথের বিএলও অমিতা বিশ্বাসের ক্ষেত্রে। অমিতার শ্বশুর-শ্বাশুড়ি, ভাসুর-জা, স্বামী– কারওরই নাম ২০০২ সালের তালিকায় নেই। অমিতা বলেন, আমার শ্বশুর সমরেন্দ্র বিশ্বাস বৃদ্ধ, ৮৬ বছর বয়স তাঁর। পঞ্চাশ বছরের বেশি সময় ধরে কেওটার বাসিন্দা তিনি। বহু পুরনো বাড়ি আমাদের। অথচ নাম নেই ভোটার তালিকায়! অন্য নথি আছে, সেগুলি দেখাতে পারবেন। কিন্তু অনেকে এমন আছেন, যাঁদের অন্য নথিও নেই! আমার নিজের ২০০২ সালে নাম নেই, কারণ তখন ভোট দেওয়ার বয়স হয়নি। মা-বাবার আছে, আমারটা হয়ে যাবে। কিন্তু শ্বশুর বাড়ির কী হবে? কী হয়, দেখা যাক।

যাঁদের নথি নেই?

বিএলও অমিতার স্বামী শুভেন্দু বিশ্বাস বলেন, আমরা ২০০২ সালের আগে-পরে ভোট দিয়েছি। অথচ, ২০০২ সালের লিস্টে আমাদের নাম নেই! যাঁদের কাগজ আছে, তাঁদের না হয় ঠিক আছে, কিন্তু যাঁদের নেই, তাদের কী হবে? ২০০২ সালকে ধরা হচ্ছে। তার আগের কেন হবে না? আমার স্ত্রী বিএলও। অথচ, আমার পরিবারেরই কারও নাম নেই। আমার বাবা সরকারি চাকরি করতেন, তাই হয়তো কোনও অসুবিধা হবে না। কিন্তু যাঁদের কোনও কারণে নথি নেই, নথি হারিয়ে গিয়েছে, সেগুলি জোগাড় করা তাঁদের পক্ষে একটু সমস্যার হবে।

আরও পড়ুন: Venus Transit in Rahu: স্বাতী নক্ষত্রে শুক্র, রাহুতে গোচর! নভেম্বরের শুরুতেই ঘুরবে ভাগ্যের চাকা! রাহু আর শুক্রের কৃপায় প্রেমে সাফল্য়, টাকার পাহাড়…

অনেকেরই নাম নেই

এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, গড়বাগানের অনেকেরই নাম নেই ২০০২-এর তালিকায়। যেমন, বিএলও-র পরিবারেরই নেই!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *