Abhishek Banerjee: সুন্দরবনের সমপ্রেমী যুগল রাখি-রিয়াকে অভিনন্দন অভিষেকের, ‘অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা’…


তথাগত চক্রবর্তী:  কুলতলি (Kultali) – সমাজের বেড়াজাল ভেঙে সুন্দরবনের (Sunderban) দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের রিয়া সরদার এবং বকুলতলার রাখি নস্করের এই সাহসী সিদ্ধান্ত আজ বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ। স্বাধীন চিন্তাভাবনা, মানবিকতা ও ভালোবাসার জয়ে সমাজে নতুন দিশা দেখালেন তাঁরা। আর এই নবদম্পতিকেই ‘তিনি’ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর তিনি যে আধুনিকমনস্ক এর আগেও তার প্রমাণ মিলিছে। এবার সুন্দরবনের সমকামী দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সমাজের অচলায়তন ভাঙার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

Add Zee News as a Preferred Source

তিনি এক বার্তায় লিখেছেন — ‘স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার, মানবিকতার, মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার প্রতীক এই সিদ্ধান্ত। বাংলার কাছে এটি গর্বের।’ নবদম্পতির জীবনে পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক বলেও জানিয়েছেন তিনি। সোমবার কুলতলী গ্রামে তাঁদের সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল ও মথুরাপুরের সাংসদ বাপি হালদার।বাংলাই আগামীকে পথ দেখায়। এই সাহসিকতার জোরেই সমাজ অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হয়ে উঠবে।

প্রসঙ্গত, অন্যরকম ভালোবাসার গল্প বুনে দেখিয়েছেন জলে-জঙ্গলের সুন্দরবনে (Sunderbon)। সমাজের চোখ রাঙানির পরোয়া না করে রাখি নস্কর ও রিয়া সর্দার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁদের পাশে অবশ্য থেকেই স্থানীয়রা। স্থানীয় নেতা তথা তৃণমূল সাংসদ বাপি হালদারকে এই যুগলকে সংবর্ধনা দেওয়া নির্দেশ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মতো মথুরাপুর লোকসভার সাংসদ বাপি সংবর্ধনা সভার আয়োজন করেন। সেখানে ফের মালাবদল করেন রাখি-রিয়া। সেখানেই বাপি হালদারকে ফোনে নবদম্পতিকে শুভেচ্ছা জানান ডায়মন্ড হারবারের সাংসদ। এর পরে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন তিনি। লেখেন, ‘সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের দুই তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যা বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্তস্বরূপ উদাহরণ – স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার, মানবিকতার, মুক্তচিন্তা ভাবনার ও সাহসিকতার। সারাজীবন একসাথে থাকার অঙ্গীকার নিয়ে তাঁরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাংলার কাছে ও বাঙালির কাছে গর্বের। সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে সামাজিক মতভেদ, ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বাধা এসব অতিক্রম করে লক্ষ্যে স্থির থেকেছেন – প্রকৃত ভালোবাসাকে প্রাধান্য দিয়েই। তাঁদের এই পবিত্র ভালোবাসা চিরঅক্ষয় থাকুক। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের বাসিন্দা রিয়া সর্দার ও বকুলতলার বাসিন্দা রাখি নস্কর এই নবদম্পতিকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক ওঁদের জীবনে। রঙিন হয়ে উঠুক আগামীর পথ।’

আরও পড়ুন: Indian Railway New Ticket Booking rule 2025: রেলের টিকিট বুকিঙে বড় পরিবর্তন! এবার দূরপাল্লার ট্রেনের টিকিট কত আগে কাটতে হবে? কারা পাবে লোয়ার বার্থ? জেনে নিন

আরও পড়ুন: Dead Man returns home: বাড়ির উঠোনে বসে হাসছে ‘মৃত ছেলে!’ একমাত্র সন্তানকে কবর দিয়ে এসেই শোকার্ত মা-বাবাও…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *