Karisma Kapoor: সঞ্জয় কাপুরের সম্পত্তিতে জট, ‘স্কুলের ফি দিতে পারছি না’ আদালতে দাবি করিশ্মার সন্তানদের…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের (Karisma Kapoor) সন্তানদের সঙ্গে বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের (Priya Sachdev) আইনি লড়াই থামছেই না। প্রায় ৩০ হাজার কোটির এই সম্পত্তির ভাগাভাগি নিয়ে দিল্লিতে আদালতের (Delhi Court) দ্বারস্থ হয়েছে করিশ্মার মেয়ে সামাইরা এবং ছেলে কিয়ান। এর মধ্যেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- The Academy Of Fine Arts Release: ‘ফিল্ম স্টুডেন্টরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে এটা ইন্ডাস্ট্রির কাছে প্রতারণার সমান’, ক্ষোভ জয়ব্রতর…

শুনানিতে করিশ্মা কাপুরের দুই সন্তানের আইনজীবী মহেশ জেঠমালানি আদালতের কাছে অভিযোগ করেছেন যে, সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব সন্তানদের পড়াশোনার খরচ দেওয়া বন্ধ করে দিয়েছেন। করিশ্মা নাকি এই কারণে তাঁদের দুই সন্তান, যাঁরা বিদেশে পড়াশোনা করে, তাদের স্কুলের মাইনে দিতে পারছেন না।

সামাইরার আর্জি, এই বিষয়ে বাবার সম্পত্তির ভাগ পাওয়ার দাবিতে সামাইরা নিজেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে আদালত করিশ্মার মেয়ের এই দাবিকে গুরুত্ব দেয়নি, বরং বিষয়টিকে ‘অতি নাটকীয়’ বলে মনে করেছে। অন্যদিকে, প্রিয়া সচদেবের আইনজীবী এই অভিযোগকে ‘মিথ্যে’ বলে উড়িয়ে দিয়েছেন।

সম্পত্তির ভাগ নিয়ে এই বিতর্কের কেন্দ্রে রয়েছে সঞ্জয় কাপুরের তৈরি করা উইল বা দলিলটি। করিশ্মার সন্তানদের আইনজীবী অভিযোগ করেছেন, এই দলিলে একাধিক অসংগতি রয়েছে— কিয়ানের নামের বানান থেকে সামাইরার ঠিকানা, অনেক তথ্যই ভুল দেওয়া আছে।

আরও পড়ুন- Shiney Ahuja: পরিচারিকাকে ধর্ষণের দায়ে হয়েছিল জেল, বলিউড ছেড়ে কোথায় ‘গ্যাংস্টার’ অভিনেতা সাইনি?

এই ভুলগুলোর সুযোগ নিয়ে সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব দলিল জাল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ তুলেছেন সামাইরা ও কিয়ানের আইনজীবী। প্রিয়া সচদেব অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি আদালতকে জানিয়েছেন, উইলটি সঞ্জয় নিজেই তৈরি করেছিলেন এবং এর বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছুই জানেন না।

জানা যায়, বিবাহবিচ্ছেদের সময় খোরপোশ হিসেবে করিশ্মা ৭০ কোটি টাকা পেয়েছিলেন এবং সন্তানদের জন্য সঞ্জয় ১৪ কোটি টাকার বন্ড ও মাসিক ১০ লাখ টাকা করে পাওয়ার ব্যবস্থা করেছিলেন। তবে এতকিছুর পরেও সঞ্জয়ের বিপুল সম্পত্তির উত্তরাধিকার এবং সন্তানদের ভবিষ্যৎ ভরণপোষণ নিয়ে এই বিতর্ক এখন আইনি লড়াইয়ে পরিণত হয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *