Alia Bhatt: ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ আলিয়া উধাও! দূরত্ব নাকি বিচ্ছেদের ইঙ্গিত? শোরগোল নেটপাড়ায়…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাপুর পরিবারের বহু প্রতীক্ষিত ডকুমেন্টারি ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’–এর ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। করিনা কাপুর খান, রণবীর কাপুর, করিশমা কাপুর-সবাইকে দেখা গেল এক ফ্রেমে। কিন্তু নজর কাড়ল একটাই বিষয়-আলিয়া ভাটের অনুপস্থিতি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: বাড়ির প্রাঙ্গণে, চিরঘুম থেকে জেগে উঠলেন গোল্ডি…আলো, গান ও কান্নায় ভেজা জুবিন-জন্মদিন

ট্রেলার ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছুড়ে দেন অনেকেই। এই আলোচনা আরও জোরালো হয় যখন সোমবার আলিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করেন। তাঁর এই আনন্দময় বার্তায় স্পষ্ট, তিনি প্রকল্পটি নিয়ে খুশি। তবে নেটিজেনদের প্রশ্ন একই জায়গায়-খুশি হলেও কী কারণে কাপুর পরিবারের এই বিশেষ মুহূর্তে তাঁকে দেখা গেল না?

অনেকের মতে, আলিয়া সফল অভিনেত্রী হওয়া সত্ত্বেও কাপুর পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের জায়গাটি এখনও পুরোপুরি স্বচ্ছ নয়। বছর কয়েক ধরে তিনি এই পরিবারের অঙ্গ-তবুও এমন একটি পরিবারকেন্দ্রিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি না থাকা নতুন জল্পনার জন্ম দিয়েছে।

এদিকে, ডকুমেন্টারিটি কাপুর পরিবারের বহু বছরের স্মৃতি, ব্যক্তিগত গল্প, খাবারের প্রতি ভালোবাসা এবং সিনেমার সঙ্গে তাদের অটুট বন্ধনকে তুলে ধরবে। আর্মান জৈন-এর সঞ্চালনায় এই শো-তে দেখা যাবে পরিবারের উষ্ণ মুহূর্ত, হাসি-আনন্দ এবং খাবাবরের রেসিপি।

আরও পড়ুন: জনপ্রিয় পাক-গায়ক কনসার্টে গায়ে জড়িয়ে নিলেন ভারতের পতাকা! প্রবল রোষের মুখে পড়েও বললেন, ফের করব…

‘ডাইনিং উইথ দ্য কাপুরস’ শুরু হবে ২১ নভেম্বর, ২০২৫। কিন্তু তার আগেই প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে – কাপুর পরিবারের এই বর্ণময় আড্ডায় আলিয়ার জায়গা কোথায়? তাকে কি এখনও পুরোপুরি ‘কাপুর পরিবার’-এর সদস্য হিসেবে দেখা হয় না?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *