SIR ইস্যুতে এবার দিল্লিতে নির্বাচন কমিশনে তৃণমূল! ১০ সাংসদকে বিশেষ দায়িত্ব অভিষেকের… TMC to meet Chief Election Commissioner delhi over SIR in Bengal


  SIR নিয়ে এবার আরও বড় আন্দোলনের পথে তৃণমূল। ভার্চুয়াল বৈঠকে ১০ সাংসদকে বিশেষ দায়িত্ব দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তাঁর নির্দেশ, ‘নির্বাচন কমিশনের কাছে সময় নেবেন।  আমরা যা যা অভিযোগ করেছি, তা নিয়ে জ্ঞানেশ কুমারের কাছে যাবেন। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের ভিডিয়ো নিয়ে জমা দেবেন। বিজেপি জমা দিলেই এক মিনিটে প্রতিকার। আর আমাদের বেলায় ব্যবস্থা নয় কেন? বিজেপি যা করতে বলছে তাই করছে। এটা কঠোর ভাবে তুলতে হবে’।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *