অশোক মান্না: ঘড়িতে রাত আটটা। শীতের রাতে ঘুটঘুটে অন্ধকার রাস্তাঘাট। এক বাড়ির পাশের জঙ্গলের মধ্য়ে পড়ে আছে রক্তাক্ত অর্ধনগ্ন মহিলা। তাঁকে দেখে রীতিমত আঁতকে উঠল এলাকাবাসী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হল পুলিসকে। পুলিস এসে ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত রানীয়ার বিদিরা অঞ্চলের।
মৃত মহিলার নাম জানা গিয়েছে, গৌরি মণ্ডল, বয়স ৪০। বাড়ির লোকের এবং এলাকাবাসীর অভিযোগ গৌরিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাড়ির পাশেই জঙ্গলের মধ্যে ধর্ষণ করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর আরও অভিযোগ নোদাখালি থানার পুলিস যে অভিযুক্তকে আটক করেছে সে বিজেপি নেতা, দীর্ঘদিন ধরে বিজেপি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। নাম কল্যাণ কুলে, তা সঙ্গে গ্রামের আরেক যুবক আকাশ দাস দুজনের উপস্থিতি ঘটনা ঘটে এমনটাই অভিযোগ গ্রামবাসী। ইতিমধ্যেই পুলিস তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিস।
উল্লেখ্য, গত মাসে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে দুই সহপাঠীর বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্তরাও নাবালক। ওই ২ নাবালক তাদের সহপাঠীকে ধর্ষণ করেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে।
আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: সবাইকে নিয়ে এগোবেন মেষ, ধৈর্য নিয়ে দায়িত্ব পালন করবেন মিথুন…
পরিবার সূত্রে জানা গিয়েছে, এক গৃহ শিক্ষকের কাছে পড়তে গিয়েছিল তিনজন। ওই কিশোরীকে বাকি দুজন কিশোর জানায় যে রাত ৮টার পরিবর্তে ৭টার সময় পড়াবেন শিক্ষক। সেইমতো কিশোরী সেখানে গিয়ে উপস্থিত হলে তাকে অভিযুক্ত ২ নাবালক জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে সমস্ত বিষয়টি খুলে বলার পর সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
