Kurmi Protest : ‘রাগের মাথায় বেশি বলে ফেলেছি…’, কুড়মিদের কাছে দুঃখপ্রকাশ তৃণমূল জেলা সভাপতির – trinamool leader dulal murmu seek apologies for his controversial comment on kurmi protest


জনসংযোগ যাত্রার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় তোলপাড় রাজ্য। কুড়মিদের দিকে উঠেছে অভিযোগের আঙুল। গ্রেফতার করা হয়েছে কুড়মি নেতাদের। এই ঘটনার পর কুড়মিদের বাড়ি থেকে তুলে এনে হাই রোডে পেটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ঝাড়গ্রাম তৃণমূলের জেলা সভাপতি। বশেষে এই মন্তব্যের জন্য জেলার কুড়মি সম্প্রদায়ের দলের নেতাদের পাশে নিয়ে কুড়মিদের কাছে দুঃখ প্রকাশ করলেন জেলা সভাপতি দুলাল মুর্মু।Abhishek Convoy Attack : ‘অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় CBI তদন্ত হোক’, দাবি ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির
বুধবার ঝাড়গ্রামের মানিকপাড়ার তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন দুলাল। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চুড়ামণি মাহাতো, কুড়মি ডেভলপমেন্ট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রথীন মাহাতো, ঝাড়গ্রাম জেলা আইএনসিডিউসির জেলা সভাপতি মহাশিস মাহাতো, ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নরেন মাহাতো সহ একাধিক নেতৃত্ব।

চলতি মাসের গত ২৬ তারিখ নবজোয়ার কর্মসূচির দিন ঝাড়গ্রাম গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিতর্কিত মন্তব্য করেন দুলাল। তিনি বলেন, ‘কুড়মি আন্দোলনের নাম করে যারা নেতা সেজেছে । এটা পরিকল্পিতভাবে আমাদের নেতা, মন্ত্রী আমাদের দলীয় কর্মীদেরকে খুন করার চেষ্টা করেছে ওরা । মার্ডার করার চেষ্টা করেছে শালবনিতে । যারা এই খুন এবং মার্ডার করার সঙ্গে যুক্ত আছে । আমরা প্রশাসনকে জানাবো তাদের গ্রেফতার করা হোক। প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করে । আমরাও জঙ্গলমহলের ছেলে আমরাও মরদ আছি । তাদেরকে (কুড়মি) বাড়ি থেকে তুলে এই হাইরোডে পেটাব।’

Purulia News : কুড়মি ক্ষতে প্রলেপ দেওয়ার প্রয়াস? দলনেত্রীর নির্দেশে পুরুলিয়ায় জরুরি বৈঠকে তৃণমূল
তিনি আরও বলেন, ‘আমরা আইনত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ করব। আমাদেরকে খুন করার চেষ্টা করেছে। মার্ডার করার চেষ্টা করেছে এই রাজেশ মাহাতোরা। জঙ্গলমহলটা তার কি বাপের একার সম্পত্তি তার যা ইচ্ছা তাই করবে। আমরা কি জঙ্গলমহলের মানুষ নয় । তাদের দাবি-দাওয়া থাকতে পারে তারা আন্দোলন করতে পারে। আমরা এতদিন চুপ করে ছিলাম এখন সহ্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে।’

সেই মন্তব্য নিয়েই এদিন দুঃখপ্রকাশ করেছেন তৃণমূল নেতা। তিনি বলেন, ‘সেই দিনের ঘটনা যারা ঘটেছে তাদেরকে বোঝাতে গিয়ে আমার বক্তব্যের মাধ্যমে কুড়মি সমাজের মানুষদের আঘাত দেওয়া হয়েছে। আমার ভাই বোনদের আঘাত দেওয়া হয়েছে। এই মন্তব্যের জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। কুড়মি সমাজকে নয়, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বলতে গিয়ে রাগের মাথায় হয়তো একটু বেশি বলে ফেলেছি। আমি দুঃখ প্রকাশ করছি।’

Kurmi Protest : অভিষেকের কনভয়ে হামলার ব্লু-প্রিন্ট কার তৈরি? কুড়মি নেতাদের জেলে গিয়ে জেরা করবে CID
তৃণমূল নেতার দুঃখপ্রকাশ নিয়ে সারা ভারত কুড়মি সমন্বয় সমিতির কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত বলেন, ‘এটা অনেক আগেই করা দরকার ছিল। পারিপার্শ্বিক চাপে উনি এটা করলেন। তবুও শুভ বুদ্ধির উদয় হোক”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *