Suvendu Adhikari : ‘আমার আত্মীয়দের ধরেছে…’, শালবনিতে কুড়মি নেতাদের বাড়ি পৌঁছে বার্তা শুভেন্দুর – bjp leader suvendu adhikari slams mamata banerjee government for the arrest of kurmi leaders


গড় শালবনিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই ১০ কুড়মি নেতাকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার সেই গড় শালবনিতে ধৃত কুড়মি নেতাদের পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধৃত কুড়মি নেতাদের পরিবারের সদস্যদের আইনি সাহায্যের পাশাপাশি সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু।

এদিন ধৃত কুড়মি নেতা অজিত মাহাতোর বাড়িতেও যান নন্দীগ্রামের বিধায়ক। আইনি সাহায্যের পাশাপাশি আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্য বিজেপির এই শীর্ষনেতা। কুড়মি নেতা রাজেশ মাহাতোর পরিবারের সঙ্গেও দেখা করার সুযোগ রয়েছে তাঁর।

Kurmi Protest : অভিষেকের কনভয়ে হামলার ব্লু-প্রিন্ট কার তৈরি? কুড়মি নেতাদের জেলে গিয়ে জেরা করবে CID
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘কুড়মি সমাজের মধ্যে সব দলের লোক রয়েছেন। আমরা কখনও বলিনি বিজেপি কর্মীরা কুড়মিদের আন্দোলনে যেতে পারবেন না। এটা তাদের সামাজিক ও জনজাতি সত্ত্বা। সব জায়গায় বিজেপি ও শুভেন্দুর গন্ধ পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচার বন্ধ হবে। বরাবরই আদিবাসীদের সঙ্গে মাহাতোদের ঝগড়া লাগিয়ে বিভাজন তৈরির চেষ্টা উনি বরাবরই করেন। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের এনআরসির ভয় দেখিয়ে তুষ্টিকরণ করেন।’

Kurmi Protest: শাল-পিয়ালের জঙ্গল কি আরও একবার অশান্ত? রাজেশ সহ ৯ কুড়মি নেতার গ্রেফতারিতে ক্ষোভের আগুন জঙ্গলমহলে
অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে তাঁকে পালটা আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু আরও বলেন, ‘এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। ২০২১-র আগে আদিবাসী-কুড়মি সমাজের ভোট নিয়েছেন। এখানকার সব আসন মমতা জিতেছেন। কিন্তু কুড়মিদের দাবিকে গুরুত্ব দিচ্ছেন না। ধৃত কুড়মি নেতাদের পরিবারকে সাহায্য করব। এখনই সাতদিনের রেশন পাঠানোর বন্দোবস্ত করব। আমি এখানে সিপিএমকে সোজা করেছি। এই জায়গা আমার হাতের তালুর মতো চেনা। এখানকার মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক। আমার আত্মীয়দের ধরে নিয়ে গিয়েছে, আমি ছাড়ব না। এটা গরিবের উপর কলকাতার লোকেদের অত্যাচার।’

Abhishek Banerjee Latest News : কনভয়ে হামলা, মমতা-অভিষেকের সভার আগে কড়া নিরাপত্তায় মোড়া শালবনী
উল্লেখ্য, নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য শালবনি যাওয়ার পথে আক্রমণের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ ইট ছুড়ে ভেঙে দেওয়া হয়। আহত হন মন্ত্রী। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল আন্দোলনরত কুড়মিদের দিকে। এই ঘধটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যেই ১০ কুড়মি নেতাকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালতে। হামলার ছকের পিছনে কারা রয়েছে, তা জানতে চায় সিআইডি। এই ঘটনা আগামী দিন কোন দিকে যায়, সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *