Siliguri District Hospital : রোগীদের জন্য বিশেষ পোশাক, নার্সিং হোমের পথে হাঁটছে সরকারি হাসপাতাল – siliguri district hospital will going to start special dress code for admitted patients good news


Siliguir hospital : সরকারি হাসাপাতালেও এবার রোগীদের জন্য বরাদ্দ হল বিশেষ পোশাক। শুনতে অবাক লাগলেও বাস্তবটা এমনই। শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীদের জন্য বিশেষ পোশাক চালু করতে চলেছে কর্তৃপক্ষ। নার্সিংহোমের মতো এবার এই সরকারি হাসপাতালে রোগীরা ভর্তি হলে পাবেন পোশাক। বৃহস্পতিবার, শিলিগুড়ি জেলা হাসপাতালে পোশাক নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। খুব শীঘ্রই রোগীদের পোশাক দেওয়া হবে বলে জানা গিয়েছে।

SSKM Hospital : হৃদরোগ-স্ট্রোক আক্রান্তদের চিকিৎসায় নয়া পদক্ষেপ, SSKM-এ চালু হচ্ছে দেশের প্রথম অত্যাধুনিক ইউনিট
কেন এই পোশাকের ব্যবস্থা?

হাসপাতালের আধিকারিক ও চিকিৎসকরা বলছেন, অনেক সময় দেখা যায় রোগীরা বাইরের পোশাক পড়ে ওয়ার্ডে ভর্তি রয়েছে। ফলে সেখান থেকে অন্যান্য রোগীদের সংক্রমণের ঘটনা ঘটছে। এমনকি রোগী নিজেও অপরিচ্ছন্ন পোশাকের জন্য সংক্রমিত হতে পারেন বলেই মনে করছেন শিলিগুড়ি হাসপাতালের চিকিৎসকরা। সেই কারণে হাসপাতালে ভর্তির পর তাঁদের জীবাণুমুক্ত পোশাক দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকাকালীন রোগীদের সেই পোশাক পড়তে হবে।

Jalpaiguri Hospital : বন্ধ USG, ছুটিতে ৩ রেডিওলজিস্ট! সরকারি হাসপাতালে ভয়াবহ অবস্থায় রোগীরা
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগীরা ভর্তির পর কর্তৃপক্ষকে না জানিয়ে হাসপাতাল থেকে চলে যান। রোজ জেলা হাসপাতালে ভিড় এতটাই হয় যে সেক্ষেত্রে রোগী ওয়ার্ড থেকে বেরিয়ে গেলেও নিরাপত্তারক্ষীরা চিহ্নিত করতে পারেন না। সেকারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নির্দিষ্ট পোশাক করে কোনও রোগী বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে চিহ্নিত করা সম্ভব হবে।

এদিকে জেলা হাসপাতালে জরুরি ও সার্জিক্যাল ওয়ার্ডের ভবনে থাকা লিফটের কাজ চলছে। চলতি মাসেই সেই কাজ শেষ করে লিফট চালু করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও হাসপাতালে পড়ে থাকে বহু বছর পুরনো ওষুধ নষ্ট করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেন, ‘১৫ বছর আগের ওষুধ। বায়ো মেডিক্যাল অনেক সামগ্রী রয়েছে। প্রক্রিয়া মেনে নষ্ট করা হবে। প্লেগের কিছু ওষুধ ছিল, তা নষ্ট করে দেওয়া হবে।’

Alipurduar District Hospital : হাতে লেখা প্রেসক্রিপশনের দিন শেষ? আলিপুরদুয়ার হাসপাতালে চালু অভিনব পরিষেবা
জেলা হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় উন্নতির উপরও জোর দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরির পরিকল্পনা করা হয়েছে। ফায়ার অ্যালার্ম বসে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আগামী দিনে অন্যান্য সরকারি হাসপাতালেও শিলিগুড়ি জেলা হাসপাতালের মতো এই বিশেষ পোশাকের নিয়ম চালু হয় কি না সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *