Odisha Train Accident: বালেশ্বরের ভয়াবহ দুর্ঘটনার কারণ কী? তদন্তে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ রেলের সেফটি কমিটির – railway safety board starts investing odisha balasore coromandal train accident reason


তিন দশকের সবথেকে ভয়াবহ দুর্ঘটনা। বেড়েই চলেছে মৃত্যু মিছিল। একসঙ্গে দুর্ঘটনাগ্রস্থ তিনটি ট্রেন। সবথেকে ক্ষতিগ্রস্থ শালিমার চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। বীভৎস এই রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উদ্যোগী রেলওয়ে সেফটি বোর্ড। ওডিশার বাহানাগায় ট্রেন দুর্ঘটনা ঠিক কী কারণে এবং রেলের সুরক্ষা কোন জায়গায় রয়েছে তা নিয়ে বিশেষ পর্যালোচনা করতেই খড়গপুরে বৈঠকে বসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি এ এম চৌধুরীর নেতৃত্বে রেল বোর্ডের বিভিন্ন আধিকারিকরা ।

Balasore Train Accident Reason : বালেশ্বরের ভয়াবহ দুর্ঘটনার আসল কারণ কী? মুখ খুললেন রেলমন্ত্রী

খড়্গপুরে মাল্টি ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট সেন্টারে কমিশনার অফ রেলওয়ে সেফটি (দক্ষিণ পূব শাখা)-এর এ এম চৌধুরীর তত্ত্বাবধানে একটি টিম তদন্ত শুরু করল বাহানাগা স্টেশনের ট্রেন দুর্ঘটনার। এদিন বৈঠকের পর এ এম চৌধুরী জানান, দুর্ঘটনার সময়ে ওই এলাকায় যে সমস্ত রেল কর্মীরা কর্তব্যরত ছিলেন সেই সমস্ত কর্মীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে ডাকা হয়েছে। এছাড়া ওই এলাকার সাধারণ মানুষ যারা সেদিন চোখের সামনে দুর্ঘটনাটি হতে দেখেছে, তাদের এদিন ডাকে রেল।

Coromandel Express Loco Pilot : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন করমণ্ডলের চালক, অপর দুই লোকো পাইলটের কী হাল? জানাল রেল

জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ ছাড়াও সেই সময়ে রেল অপারেশনের বিভিন্ন নথিপত্র চাওয়া হয়েছে। এদিন সে সমস্ত নথিপত্র নিয়েও রেল কর্মীরা খড়গপুরে সিএসআর-এর সম্মুখে হাজির হয়েছেন। রেল সূত্রে যেটুকু জানা গিয়েছে এদিন এবং আগামীকাল দুদিনব্যাপী খড়গপুরে মাল্টি ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউট সেন্টারে এই জিজ্ঞাসাবাদ চলবে।

Odisha Train Accident: ‘চোখ বুজলেই লাশের পর লাশ…’, দুর্ঘটনার ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না সরডিহার ১১ জন

প্রথম পর্যায়ের জিজ্ঞাসাবাদ এবং নথি সংগ্রহের পরেই সিআরএস আনন্দ এম চৌধুরী জানান, তদন্তে নেমে সিগন্যালিং সিস্টেম, ইন্টারলকিং সিস্টেম সহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বাহানাগা বাজারের দুর্ঘটনা স্থল থেকেই ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নমুনা ।

Coromandel Express Accident News: ‘হঠাৎ তীব্র ঝাঁকুনি তারপর…!’ ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন ক্যানিং-এর দম্পতি

রেল সূত্রে খবর, আরও দিন তিনেক ধরে চলবে এই তদন্ত প্রক্রিয়া। তদন্ত শেষে রেল বোর্ডের কাছে জমা দেওয়া হবে রিপোর্ট । ইতিমধ্যেই পাঁচ-ছয় রেল কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষের সঙ্গেও তারা কথা বলতে চান বলেও জানিয়েছে ।

Balasore Train Accident : ৫১ ঘণ্টা পর অভিশপ্ত লাইনে চলল ট্রেন, হাত জোড় করে ঈশ্বরকে ধন্যবাদ আবেগঘন রেলমন্ত্রীর

উল্লেখ্য, বাহানাগা ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । CRS জানিয়েছেন, এই তদন্তের সঙ্গেই চলবে সিবিআই তদন্ত । মধ্যাহ্নভোজের পর হয় দ্বিতীয় পর্যায়ের জিজ্ঞাসাবাদ । আজ ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে রেল সূত্রে ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *