এর আগেও একাধিক ইস্যুতে বোসের সম্পর্কে উষ্মা প্রকাশ করেছিলেন শুভেন্দু। রাজ্যপাল পদে বসার পর আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের ঘনিষ্ঠতা নিয়েও প্রকাশ্যে কটাক্ষও করতে দেখা গিয়েছিল তাঁকে। কয়েক মাস আগে বোসের বিরুদ্ধে শুভেন্দু দিল্লি গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বর কাছে নালিশও ঠুকেছিলেন বলে বিজেপি সূত্রের খবর।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্যপালের সিদ্ধান্তকে প্রশ্নের মুখে ফেলে এদিন তিনি ফের একবার বুঝিয়ে দিয়েছেন যে রাজভবনের সঙ্গে তাঁর সম্পর্ক এখনও বদলায়নি। বস্তুত, রাজীবকে রাজ্য নির্বাচন কমিশনার করার প্রশ্নে ঘোরতর আপত্তি ছিল বিজেপির। কিন্তু রাজ্যপাল রাজ্য সরকারের প্রস্তাবিত নামে সায় দিয়ে দেওয়ায় পর থেকেই শুভেন্দুরা ক্ষুব্ধ ছিলেন।
এদিন শুভেন্দুর মন্তব্যে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এনিয়ে রাজভবনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। মন্তব্য করেননি রাজ্য নির্বাচন কমিশনারও। তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘বিজেপি চায়, প্রতিটি রাজ্যের রাজ্যপাল তাঁদের কথায় উঠবে, বসবে। সেটা না হলেই তাঁরা রাজ্যপালকে আক্রমণ করবেন। কিছুদিন আগেই সিভি আনন্দ বোস বিজেপির কাছে ভালো ছিলেন, এখন আবার খারাপ হয়ে গিয়েছেন।’