মেট্রো সূত্রে খবর, গত এক বছরে ঝিমিয়ে পড়া নোয়াপাড়া-বারাসত মেট্রো করিডরের কাজে অনেকটাই গতি এসেছে। কলকাতা মেট্রোর এই ইয়েলো লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন বিমানবন্দর লাগোয়া মেট্রো স্টেশন। এই মেট্রোর কাজ সম্পূর্ণ বলে জানিয়ে মেট্রো কর্তৃপক্ষ। এই মেট্রো চালু হলে বিমান থেকে শহরে নেবে কলকাতার যেকোনও স্থানে পৌঁছনো হয়ে যাবে অত্যন্ত সহজ। মাত্র পাঁচ-সাত মিনিটেই পৌঁছনো যাবে শহরের জমজমাট অঞ্চলে। মেট্রো রেল কর্তৃপক্ষের আশা, এই মেট্রো চালু হলে এই স্টেশনে দু বছরের মধ্যে ১ লাখ যাত্রীর আগমন হবে।
নোয়াপাড়া-বারাসত মেট্রো করিডরের এই স্টেশন একটি আন্ডারগ্রাউন্ড সাবওয়ের মাধ্যমে বিমানবন্দরের সঙ্গে যুক্ত। মেট্রো সূত্রে জানা গিয়েছে, সাবওয়ের এই ডায়াফ্রাম ওয়ালের দৈর্ঘ্য প্রস্থ ৪ মিটার, ১৭.৪০৫ মিটার এবং উচ্চতা ১৫ মিটার। গত মে মাসেই সেই সাবওয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন তৈরি পুরো স্টেশনও। এরপর বাকি শুধু অন্দরসজ্জা। যশোর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত সংযোগকারী স্টেশনের কাজ আগেই শেষ হয়ে গিয়েছে। এই স্টেশনে নিউ গড়িয়া বিমানবন্দর-বিমানবন্দর এবং নোয়াপাড়া-বিমানবন্দর করিডর সংযুক্ত হচ্ছে। পাশাপাশি থাকবে আপ ডাউনের চারটি লাইন। এছাড়াও এই স্টেশনে থাকছে আপৎকালীন পরিস্থিতির জন্য অতিরিক্ত এই লাইনও। বিমানবন্দর ও মেট্রো স্টেশনের মধ্যে থাকবে ৮৫ মিটার ট্রাভেলেটরও। যাতে যাত্রীরা লাগেজ নিয়ে সহজে ট্রাভেল করতে পারেন।
সম্পূর্ণ করিডরে মেট্রো চলাচল শুরু হলে এই স্টেশনে নেমে ইয়োলো লাইনের যাত্রীরা ট্রেন বদলে মূল মেট্রো লাইন অর্থাৎ নিউ গড়িয়া মেট্রো বিমানবন্দর লাইনের ট্রেন ধরতে পারবেন। আবার ওই লাইনের যাত্রীরাও ট্রেন বদলে ইয়োলো লাইনের ট্রেন ধরতে পারবেন এই স্টেশন থেকেই।
উল্লেখ্য, শহরজুড়ে আরও বাড়ছে মেট্রোর পরিধি। অন্যদিকে, খবর মিলেছে পার্পল লাইন মেট্রো অর্থাৎ জোকা-তারাতলা মেট্রো করিডরে শীঘ্রই জুড়বে মাঝেরহাট স্টেশন। এই স্টেশনের কাজ সম্পূর্ণ। পুজোর আগেই এই স্টেশনে মেট্রো পরিষেবা শুরু হতে পারে বলে মেট্রো সূত্রে খবর। এতে দারুণ লাভবান হবেন দক্ষিণ কলকাতার বাসিন্দারা।
