Anupam Hazra News : ‘…মানুষ ভাবে মোদীজির সায় রয়েছে’, উপাচার্যকে নিয়ে বিস্ফোরক ‘প্রাক্তনী’ অনুপম – anupam hazra bjp leader slams visva bharati university vice chancellor on several issues


এবার বিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বোলপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা। অনুপম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপকও বটে। মঙ্গলবার ৭৭তম স্বাধীনতা দিবসের দিন বীরভূম জেলা বিজেপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপি নেতা। পতাকা উত্তোলনের পর সাংবাদিকেরর মুখোমুখি হয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিশানা না করেন অনুপম।

বিজেপি নেতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘যেদিন থেকে বিশ্বভারতীয়ে এই উপাচার্য এসেছেন, সেদিন থেকে আমাদের মতো প্রাক্তনীদের কাছে যে অভিযোগ আসে তা অত্যন্ত লজ্জার। আরও খারাপ লাগে যে বিশ্বভারতীর আচার্যের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বভারতীয় উপাচার্যের স্বেচ্ছাচারিতা নিয়ে বোলপুরের মানুষভাবে যে এতে মোদীজির সায় রয়েছে, কিন্তু সেটা মোটেই বাস্তব নয়। আমার কাছে তাঁর বেশ কিছু প্রমাণও রয়েছে। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পরামর্শ দেন এবং আমি তার সাক্ষী।’

Amartya Sen Visva Bharati University : জমি অধিগ্রহণ মামলায় ফের স্বস্তিতে অমর্ত্য সেন, বিশ্বভারতীর নোটিশে স্থগিতাদেশ সিউড়ি আদালতের
সম্প্রতি ফেসবুক পোস্টে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এক ছাত্রী। সেই নিয়ে অনশনে বসেছেন বিশ্বভারতীর উপাচার্য। সে প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, ‘মাঝে মাঝে কি হয় আমরা মাসে একদিন করে উপোস করি। যাতে বদহজম পেট খারাপ এগুলো না হয়। তাই এইগুলো উনি করতেই পারেন। ওঁর মেয়াদকাল শেষ হয়ে আসছে। কেন্দ্রীয় নেতৃত্বের নেক নজরে থেকে যাতে মেয়াদকাল বাড়ানো যায়, সেই কারণে এই উনি এই ধরনের তেঁদরামো করছেন।’

Mamata Banerjee : ‘কয়েকটা আগমার্কা সিপিএম আছে…,’ যাদবপুরকাণ্ডে ‘মার্কসবাদী’দের দুষলেন মমতা
এর সঙ্গে তাঁর সংযোজন, ‘আমরা যাঁরা শান্তিনিকেতনের প্রাক্তনী, যাঁরা এখানকার আশ্রমিক রয়েছেন, সবাইকে উনি আলাদা করে রেখেছেন। আশ্রমিকদের পাশাপাশি বিশ্বভারতীর প্রাণপুরুষদেরও উনি বঞ্চিত করে রেখেছেন।’

যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনা নিয়েও মুখ খুলেছেন এই বিজেপি নেতা। বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, ‘যাদবপুর তো রাজ্য বিশ্ববিদ্যালয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণে স্বৈরাচারী, উনি সব কিছুই নিজের হাতের মুঠোয় করে রাখতে চান… গ্রাম ও মফঃস্বলেরে ছেলেমেয়েরা এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করার বিষয়ে চিন্তাভাবনা করবে। যাদবপুর এমন একটা বিশ্ববিদ্যালয় যার নাম ভারতবর্ষের শীর্ষ দশের তালিকায় থাকে। কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূলের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যাদবপুরটাও একটা পার্টি অফিসে পরিণত হয়েছে।’

Jadavpur University Student Death : যাদবপুরের পড়ুয়া মৃত্যুতে ময়দানে TMCP, ফেসবুক ডিপি বদল করে কোন বার্তা?
বিজেপি নেতা আরও বলেন, ‘যাদবপুরের যে ঘটনা ঘটেছে, এক কথায় দেখা যাচ্ছে সামনে বামপন্থী ছাত্র সংগঠন থাকলেও পেছন থেকে অনুপ্রেরণা ছিল তৃণমূলের। ফলে যার কারণে আজকে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের আচার্যকেও মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করার সুযোগ দিচ্ছেন না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *