Winter Update : মাত্র ৩ দিনের প্রতীক্ষা, ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা – south bengal may witness temperature down in next 3 days


দোরগোড়ায় টোকা দিচ্ছে শীত! মাঝে আর মাত্র দুই থেকে তিন দিন। তারপর ফের জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। সপ্তাহের শেষে ফের রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। আগামী দুই দিন রাজ্যের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশা প্রায় সব জেলাতেই। উত্তরবঙ্গের দু’এক জেলা এবং বিহার সংলগ্ন জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। সপ্তাহের শেষে ফের একবার শীতের দাপট থাকতে পারে। কলকাতায় বেড়েছে তাপমাত্রার পারদ। সকালে হালকা মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। পরে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে এখনই শহর কলকাতাতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী দুই দিন কলকাতার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৯ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শীতের স্পেল আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চার থেকে পাঁচ দিনের মধ্যে ফের তাপমাত্রার পারদ নামতে পারে। ডিসেম্বরে দশ দিন মতো ঝোড়ো ইনিংস খেলেছিল শীত। নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে।

রাজ্যে পুবালি হাওয়ায় ভর করে প্রবেশ করছে জলীয় বাষ্প। এর জেরে আকাশ আগামী দু’দিন আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও সকালে কুয়াশা এবং বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন আরও তাপমাত্রা বাড়তে পারে। এরপর ধীরে ধীরে শীতের ইনিংস শুরু হতে চলেছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। তা পার হওয়ার পরেই উত্তরবঙ্গে ফের একবার শীতের বাম্পার ইনিংসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কয়েকটি জেলাতে থাকতে পারে ঘন কুয়াশা। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা বদলের সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে পারদ পতনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *