এছাড়া ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশের এলাকায় সমস্ত পণ্যবাহী গাড়ির চলাচলও নিয়ন্ত্রিত থাকবে। তবে সেই তালিকা থেকে এলপিজি, ফল, সবজ ও দুধের গাড়িকে বাদ রাখা হচ্ছে। আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পার্শ্ববর্তী এলাকা, হেস্টিং রোড ও ক্যাথিড্রাল রোডের মাঝে এজেসি বোস রোড, হসপিটাল রোড সহ বেশ কিছু রাস্তায় গাড়ি পার্ক করার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপই করা হচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে, ১০০ দিনের টাকা, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার করতে রবিবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’র ডাক দিয়েছে তৃণমূল। আর সেই সভাকে কেন্দ্র করেই বিভিন্ন জেলা, এমনকী উত্তরবঙ্গ থেকেও ব্রিগেডে আসছেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। মনে করা হচ্ছে এই সভা থেকেই আগামী লোকসভা কেন্দ্রে দলকে লড়াইয়ের রুটম্যাপ নির্দেশ করে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, জনগর্জন সভার মধ্যেই হয়ত ভোটের দামামা বাজিয়ে দেবে তৃণমূল। সেক্ষেত্রে জনগর্জন সভা থেকে নেত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে তৃণমূলে নেতা কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত জনগর্জন সভা মিটিয়ে আর কয়েক দিনের মধ্যেই বিভিন্ন লোকসভা কেন্দ্রে সভা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।