Jana Garjana Sabha : ‘জনগর্জন সভা’কে ঘিরে শহরে যান নিয়ন্ত্রণ, যত্রতত্র পার্কিংয়েও কড়াকড়ি – tmc jana garjana sabha on 10 march 2024 know kolkata traffic update


রাত পোহালেই তৃণমূলের জন গর্জন সভা। আর সেই সভার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শাসকদলের। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্রিগেডের উদ্দেশে ইতিমধ্যেই রওনা দিয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকেরা। আর এই সভাকে কেন্দ্র করে শহরের বেশকিছু রাস্তায় যান নিয়ন্ত্রণের প্রস্তুতিও সেরে ফেলেছ কলকাতা পুলিশ। সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।কলকাতা পুলিশের তরফে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে, আমহার্স্ট স্ট্রট, বিধান সরণী (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট, স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ড স্ট্রিট), ব্রোবোর্ন রোড, বি বি গাঙ্গলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, সিউ সিআইটি রোড ও রবীন্দ্র সরণীতে (বি কে পাল অ্য়াভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) যান চলাচল নিয়ন্ত্রিত হবে। এই নিয়ন্ত্রণ চলবে ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত।

এছাড়া ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশের এলাকায় সমস্ত পণ্যবাহী গাড়ির চলাচলও নিয়ন্ত্রিত থাকবে। তবে সেই তালিকা থেকে এলপিজি, ফল, সবজ ও দুধের গাড়িকে বাদ রাখা হচ্ছে। আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পার্শ্ববর্তী এলাকা, হেস্টিং রোড ও ক্যাথিড্রাল রোডের মাঝে এজেসি বোস রোড, হসপিটাল রোড সহ বেশ কিছু রাস্তায় গাড়ি পার্ক করার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপই করা হচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে, ১০০ দিনের টাকা, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার করতে রবিবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’র ডাক দিয়েছে তৃণমূল। আর সেই সভাকে কেন্দ্র করেই বিভিন্ন জেলা, এমনকী উত্তরবঙ্গ থেকেও ব্রিগেডে আসছেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা। মনে করা হচ্ছে এই সভা থেকেই আগামী লোকসভা কেন্দ্রে দলকে লড়াইয়ের রুটম্যাপ নির্দেশ করে দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিকমহলের একাংশ মনে করছে, জনগর্জন সভার মধ্যেই হয়ত ভোটের দামামা বাজিয়ে দেবে তৃণমূল। সেক্ষেত্রে জনগর্জন সভা থেকে নেত্রী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে তৃণমূলে নেতা কর্মী সমর্থকেরা। প্রসঙ্গত জনগর্জন সভা মিটিয়ে আর কয়েক দিনের মধ্যেই বিভিন্ন লোকসভা কেন্দ্রে সভা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *