ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি পর্যবেক্ষণ, অনেক সময় পুলিশকর্মীদের অন্য জেলায় ডিউটি হয়তো দেওয়া হয় না। কিন্তু, অন্য মহকুমাকে ডিউটিতে পাঠানো হয়। সেক্ষেত্রে তাঁদের থাকা খাওয়া বাবদ একটা খরচ হয়। কিন্তু, যেহেতু অন্য জেলায় তাঁদের পাঠানো হচ্ছে না সেই জন্য তাঁরা টাকাও পাচ্ছেন না। সরকারি ডিউটির জন্য তাঁদের পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে এক্ষেত্রে।
আর এই বিষয়গুলিকে সামনে রেখেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি একটি প্রস্তাব, কোনও পুলিশকর্মীর যদি ডিউটি অন্য মহকুমাতে পড়ে তাহলে তাঁদের খরচের বিষয়গুলি মাথায় রেখে একটি সাম্মানিক দেওয়া হোক। ফলে তাঁদের ভোটের সময় যে খরচ হচ্ছে তা বাবদ একটি নির্দিষ্ট অর্থ তাঁরা পাবেন। আর্থিক দিক থেকে অনেকটাই নিশ্চিত হওয়া সম্ভব তাঁদের জন্য।
উল্লেখ্য, নবান্নে এই প্রস্তাব পাঠানোর পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। যে যে বিষয়গুলি সামনে রাখা হয়েছে তা বিবেচনা করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি প্রস্তাবের প্রেক্ষিতে কী কোনও পদক্ষেপ করা হবে? এখন তাই দেখার।
প্রসঙ্গত, রাজ্যে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে শেষ দফা নির্বাচন ১ জুন। ৪ জুন বার হবে ভোটের ফলাফল। কোন দল ক্ষমতায় আসতে চলেছে? এখন সব নজর সেই দিকেই।