Anasuya Sengupta Cannes Film Festival : কানে সেরা অভিনেত্রী, অনসূয়ার ফলোয়ার সংখ্যা শুনলে ভিরমি খাবেন – anasuya sengupta becomes first indian to win best actress at cannes film festival 2024 know her inspirational story


Embed

অনসূয়া সেনগুপ্তকে নিয়ে হইহই কাণ্ড! তিনি কানে বিস্ফোরণ ঘটিয়েছেন। তিনিই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী যিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। তিনিই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী যিনি কানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। কলকাতার এই কন্যেকে নিয়ে এতদিন কোনও তাপউত্তাপ ম্যাঙ্গো পিপলের ছিল না। আর তা স্পষ্ট হয় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর রাখলেই। গেস করুন তো তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ঠিক কত? আজকের দুনিয়ায় যেখানে আখছাড় ফলোয়ার সংখ্যা লাখ পেরিয়ে যায়। আর লোকজন যেখানে উঠতে বসতে রিল শ্যুট করেন। সেখানে অনসূয়ার রিলের সংখ্যা মাত্র ২৭! অনসূয়া ফের একবার প্রমাণ করলেন। স্বপ্নটা খোলা চোখেই দেখতে হয়। নিজের লক্ষ্যটা স্থির রেখে এগিয়ে যেতে হয়। বাকি সবটাই ম্যাগনেটের মতো ঠিক কাছে চলে আসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *