কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
গত কয়েকদিনে বৃষ্টিপাতের জন্য কলকাতার তাপমাত্রা এক লাফে অনেকটাই কমেছিল। কিন্তু, শনিবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টিপাত না হলেও গরম এবং অস্বস্তি বাড়তে পারে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর প্রভাবেই দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টিপাত হতে পারে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান , বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার থেকে বৃষ্টিপাত আরও কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ রথযাত্রার দিন রাজ্যে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এছাড়াও উত্তর দিনাজপুরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। রবিবার রথের দিন উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ কমবে।