বুধবার মহরমের দিন থেকেই কমতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ। এমনটাই পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ ওডিশার নিম্নচাপটি ক্রমশ সরে ছত্রিশগড় ও বিদর্ভ এলাকায় অবস্থান করছে, পাশাপাশি এদিকে মৌসুমী অক্ষরেখাও বাংলা থেকে আরও দূরে সরে গিয়েছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা গোপালপুরের উপর দিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বলে জন যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে কি কমবে গরম? কেমন থাকবে শহর কলকাতার আবহাওয়া? কী জানাচ্ছেন হাওয়া অফিস? আসুন দেখে নিন এই ভিডিয়োতে।